1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামনের মাসেই যুদ্ধাপরাধীদের তালিকা ট্রাইবুন্যালে

২৫ এপ্রিল ২০১০

আইন মন্ত্রী জানান, যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তার জন্য আলাদা আইন হবে৷ সে আইনের খসড়া চূড়ান্ত হয়েছে৷ মন্ত্রীসভার আগামি বৈঠকে খসড়া আইন পেশ করা হবে৷

https://p.dw.com/p/N5y7
আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

আগামি মে মাসেই যুদ্ধাপরাধীদের তালিকা হস্তান্তর করা হবে ট্রাইবুন্যালে৷ আর তালিকাভুক্তদের গ্রেফতারে কোন বাধা থাকবে না৷ আইন মন্ত্রী ব্যরিষ্টার শফিক আহমেদ এ তথ্য দিয়ে বলেছেন যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তার জন্য নতুন আইন হচ্ছে৷

রোববার আইন মন্ত্রণালয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের তদন্ত এবং প্রসিকিউশন টিমের সদস্যদের বৈঠক হয়েছে৷ বৈঠকে আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, আগামি মাসেই বেশ কিছু যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ট্রাইবুন্যালে অভিযোগ পত্র দেয়া হবে৷ আর এই অভিযোগপত্র দাখিল একটি চলমান প্রক্রিয়া৷ তিনি জানান, যাদের তালিকা ট্রাইবুন্যালে পাঠান হবে তাদের গ্রেফতারে কোন বাধা থাকবে না৷

আইন মন্ত্রী জানান, যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তার জন্য আলাদা আইন হবে৷ সে আইনের খসড়া চূড়ান্ত হয়েছে৷ মন্ত্রীসভার আগামি বৈঠকে খসড়া আইন পেশ করা হবে৷

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, এই সরকার অবশ্যই যুদ্ধাপরাধের বিচার শেষ করে যাবে৷ আর যারা বিদেশে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী