1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাম্প্রতিক ভূমিকম্পগুলোর মধ্যে সম্পর্ক অনুসন্ধান

৯ মার্চ ২০১০

তাইওয়ান, চিলি এবং হাইতির ভূমিকম্পের খবর এখনও গণমাধ্যমে বিস্তৃত জায়গা জুড়ে৷ সর্বসাম্প্রতিক ভূমিকম্পটি ঘটল তুরস্কের পূর্বাঞ্চলে৷ বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত না হলেও এসব ভূমিকম্পের মধ্যে সম্পর্ক লক্ষ্য করছেন বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/MNbO
তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ি-ঘরছবি: picture alliance / dpa

রিশটার স্কেলে তুরস্কের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০৷ সোমবার সকালের এই ভূমিকম্পে ৫৭ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ বোখুমের রুর বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানের অধ্যাপক ভোল্ফগাঙ ফ্রিডরিশের মতে, মাত্রা কিছুটা কমবেশি হলেও সারা পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা প্রায় স্থির রয়েছে৷ মার্কিন প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে'র ভূমিকম্প দুর্যোগ কর্মসূচি'র তথ্য অনুযায়ী, গত এক দশক ধরে রিশটার স্কেলে ৭.০ থেকে ৭.৯ মাত্রার ভূমিকম্পের সংখ্যা একই রয়েছে৷ প্রতি বছর এই ধরণের ভূমিকম্প হয়েছে গড়ে ১৩ টি করে৷ ফ্রিডরিশ বলেন, ‘‘ঐ সময়ে ৮.০ থেকে ৯.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে চারটি৷ তবে স্বল্প মাত্রার ভূমিকম্প এবং কম্পনের ঘটনা অসংখ্যবার ঘটেছে৷''

পৃথিবীর চারটি স্তর রয়েছে৷ ভেতর, বাহির, ম্যান্টল এবং ক্রাস্ট৷ ক্রাস্ট এবং আপার ম্যান্টল মিলে তৈরি লিথোস্ফেয়ার৷ এটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত ঘন৷ এই স্তরটি টেকটোনিক প্লেটস দিয়ে গঠিত৷ বিজ্ঞানীদের মতে, এই প্লেটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় কিংবা কিছু ত্রুটির কারণে সরে যায়৷ আর এর ফলেই ঘটে অধিকাংশ ভূমিকম্প৷ , ‘‘এই প্লেটগুলো কখনো উল্লম্বভাবে আবার কখনো অনুভূমিকভাবে সরে যায়৷ যার ফলে একটা প্লেটের নিচে আরেকটি প্লেট চলে যায়৷ আবার প্লেটগুলোর এই জায়গা পরিবর্তনের ক্ষেত্রে - উল্লম্ব এবং অনুভূমিক - দু'টো একসাথেও ঘটতে পারে৷''

Chile Erdbeben Februar 2010 Flash-Galerie
চিলির ভূমিকম্পে বিধ্বস্ত ঘর-বাড়ির মধ্যে ক্ষতিগ্রস্ত নৌযান (ফাইল ছবি)ছবি: AP

অধিকাংশ ভূমিকম্পই ‘আগুনের বলয়' নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটে৷ এটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চল যা দেখতে অনেকটা ঘোড়ার পায়ের মতো বাঁকানো৷ নিউজিল্যান্ড, জাপান, আলাস্কা এবং চিলি রয়েছে এই বলয়ে৷ এছাড়া ভূমিকম্পের ঝুঁকি রয়েছে মধ্য-আটলান্টিক রিজ এবং ক্যালিফোর্নিয়ার সান-আন্ড্রিয়াস ফল্ট অঞ্চল৷

ফ্রিডরিশ বলেন, ভূকম্পবিদ্যার উদাহরণ এবং প্রতিঘাতের গাণিতিক হিসাব থেকে দেখা গেছে, ভূমিকম্পের পর পৃথিবীর অপর অংশেও প্রতিঘাতের মাত্রা বৃদ্ধি পায়৷ এই পরিপ্রেক্ষিত এবং পরিসংখ্যান থেকেও সূত্র দাঁড়ায় যে, হাইতি এবং চিলির মতো বড় ধরণের ভূমিকম্প টেকটোনিকস প্লেটগুলোর একদিকের প্রতিঘাত মুক্ত করে৷ ফলে এটা অন্যপ্রান্তের প্লেটের উপর প্রতিঘাত বৃদ্ধি করে৷ যে কারণেই পৃথিবীর অন্য প্রান্তেও ফলো-আপ ভূমিকম্পের সম্ভাবনা থাকে৷

তাই ফ্রিডরিশ বলেন, হাইতির ভূমিকম্পের অল্প দিন পরেই চিলির ভূমিকম্প ঘটল যা যুগপৎ হতে পারে৷ অবশ্য, ভূ-বিজ্ঞান বিষয়ে জার্মান গবেষণা কেন্দ্র জিএফজেড এর গবেষক রাইনার কিন্ড বলছেন, ‘‘একপ্রান্তের ভূমিকম্পের সাথে প্লেটের অপর প্রান্তের সম্পর্ক রয়েছে এমনটি এখন পর্যন্ত প্রমাণিত নয়৷''

প্রতিবেদক: অ্যালিনা ডায়েন, ভাষান্তর: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী