1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা বিশ্বে এখন বাঘের সংখ্যা মাত্র ৩,২০০

১৩ জুলাই ২০১০

বিশ্বে এখন মোট বাঘের সংখ্যা কত জানেন? মাত্র তিন হাজার ২০০৷ জানি, হয়তো অনেকেরই বিশ্বাস হচ্ছেনা৷ কারণ গত শতাব্দীর শুরুতেও বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ৷

https://p.dw.com/p/OHqS
রয়েল বেঙ্গল টাইগারছবি: AP

বেআইনিভাবে বাঘ শিকার আর নির্বিচারে বন ধ্বংস-- এই দুটি কারণই বাঘের সংখ্যা অ্যাতো কমে যাওয়ার কারণ বলে মনে করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলকিফলি হাসান৷ বাঘ বাঁচাতে ইন্দোনেশিয়ার বালি'তে সোমবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, বাণিজ্যিকভাবে বাঘের চামড়া বেশ লাভজনক হওয়ায় অনেক ব্যবসায়ীর কাছেই এটা একটা ভাল ব্যবসা৷ আর এতে তাদের উৎসাহ যোগাচ্ছে বিদ্যমান আইনের সঠিক ব্যবহার না হওয়া৷

পররাষ্ট্রমন্ত্রী হাসান বলেন, বিশ্বে আগে নয় জাতের বাঘের দেখা পাওয়া যেত৷ কিন্তু এখন সেখানে আছে মাত্র ছয়টি৷ তাঁর নিজের দেশে থাকা তিন প্রজাতির বাঘের দু'টিরই এখন কোনো অস্তিত্ব নেই বলে জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী৷

বাঘ আছে এমন ১৩টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত আছেন৷ আর বাঘ যেহেতু বাংলাদেশের জাতীয় পশু তাই বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত আছেন সেখানে৷ মূলত দুটি বিষয় আলোচিত হচ্ছে সম্মেলনে - এক, কীভাবে বাঘের সংখ্যা আরও বাড়ানো যায় এবং দুই, যে বাঘগুলো এখনো বেঁচে আছে তাদের কীভাবে শিকারীদের হাত থেকে রক্ষা করা যায়৷

আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেন্ট পেটার্সবুর্গে আরেকটি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে৷ বালি সম্মেলনকে দেখা হচ্ছে ঐ সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে৷ বাঘ বাঁচানোর একটি পরিকল্পনার খসড়া তৈরি করা হবে এই সম্মেলনে৷

খসড়া পরিকল্পনায় বাঘ শিকারের জন্য আরও কঠোর জরিমানার ব্যবস্থা রাখা হবে৷ এছাড়া বিদ্যমান আইনগুলো কীভাবে আরও কঠোরভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়টিও থাকবে ঐ খসড়াতে৷ তবে এসব পদক্ষেপ গ্রহণের ফলে বাঘকে রক্ষা করা যাবে কিনা, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে৷ কারণ বিশ্ব ব্যাংকের টাইগার ইনিশিয়েটিভের পরিচালক কেশব ভার্মা বলছেন, বাঘ শিকারীরা আগের চেয়ে নাকি এখন অনেক শক্তিশালী৷ শিকারের কাজে তারা ব্যবহার করছেন অত্যাধুনিক সব অস্ত্র৷ তথ্য প্রযুক্তির সহায়তাও নিচ্ছে কেউ কেউ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক