1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্বিয়া জার্মানিকে হারিয়ে দিল ১-০ গোলে

১৮ জুন ২০১০

শুক্রবার গ্রুপ ডি'র ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিলো সার্বিয়া৷ লাল কার্ড দেখে মিরোস্লাভ ক্লোসে'র বিদায়ের পর ১০ জনকে নিয়ে খেলতে হলো জার্মানিকে৷

https://p.dw.com/p/Nwvy
ম্যাচের শেষে হতভম্ব জার্মান খেলোয়াড়রাছবি: AP

এবারের বিশ্বকাপে জার্মানির সূচনাটা ছিল স্বপ্নের মতো৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪-০ গোলে জয়, এবং টিম হিসেবে জার্মানি সত্যি ভালো খেলার ফলে কোচ ইওয়াখিম ল্যোভ-এর দলকে ঘিরে বিপুল প্রত্যাশার সৃষ্টি হয়েছিলো৷ অস্ট্রেলিয়ার তুলনায় সার্বিয়ার শক্তি বেশি – এমনটা ধরে নিয়েও শুক্রবার দ্বিতীয় ম্যাচে জার্মানির যে পরাজয় ঘটবে, এমনটা বোধহয় কেউ ভাবতে পারে নি৷ প্রথম ম্যাচে যাঁদের অবদানের ভূয়সী প্রশংসা করা হয়েছিলো, সেই মিরোস্লাভ ক্লোসে ও লুকাস পোডলস্কি'কেই শুক্রবারের এই ম্যাচের পর তুমুল সমালোচনার মুখে পড়তে হচ্ছে৷ রেফারির লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হয় ক্লোসে'কে৷ এদিনের ম্যাচে হলুদ কার্ডের ছড়িছড়িও ছিল বেশ নজর কাড়ার মতো৷ অন্যদিকে পোডলস্কি পেনাল্টি কিক'এর এক সুবর্ণ সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেন নি৷ সার্বিয়ার কিপার তা আটকে দেন৷

খেলার বাকি সময়টা জার্মানিকে ১০ জন খেলোয়াড় নিয়েই সার্বিয়ার মোকাবিলা করতে হয়েছে৷ ফলে জার্মানি আরও বেকায়দায় পড়ে৷ এরই মধ্যে ৩৮ মিনিটের মাথায় প্রথম গোল করে সার্বিয়া৷ তারপর জার্মানি বেশ কিছু সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারে নি৷

জার্মানির এই পরাজয়ের কারণ কী? কোচ ইওয়াখিম ল্যোভ ম্যাচের পর বলেন, ‘‘প্রথমার্ধেই আমাদের যথেষ্ট সমস্যা হয়েছে৷ আমরা যেন ঠিকমতো খেলায় ঢুকতেই পারছিলাম না৷ কিন্তু দ্বিতীয়ার্ধে দল নিজেকে উজাড় করে দিয়েছে৷ এক জন কম থাকা সত্ত্বেও আমরা প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছি৷ আমাদের মনোবলও বেশ শক্ত ছিলো৷ ৯টি হলুদ ও ১টি লাল কার্ড বড় সমস্যার সৃষ্টি করেছে৷ হ্যাঁ, ক্লোসে'র আরও সাবধান হওয়া উচিত ছিলো৷'' ল্যোভ মনে করেন, ভুলত্রুটি বিশ্লেষণ করে আগামী ম্যাচের প্রতি মন দিতে হবে, যাতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর পথে কোনো বাধা না পড়ে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক