1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালতামামি ২০১৩

২২ ডিসেম্বর ২০১৩

বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হবে ২০১৪ সালে, ব্রাজিলে৷ এখনো সময় অনেক বাকি থাকলেও চলতি বছরটি কার্যত কেটেছে বিশ্বকাপকে ঘিরেই৷ ব্রাজিলের প্রস্তুতির নানা দিক নিয়ে হচ্ছে আলোচনা, রয়েছে জার্মানির সাফল্যের কথাও৷

https://p.dw.com/p/1AeV0
ছবি: Getty Images

বিশ্বকাপ আয়োজনের খরচ কম নয়৷ ব্রাজিল সেই খরচটা করতে গিয়ে বাধার মুখে পড়েছে৷ সেদেশের একশোর বেশি শহরে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ৷ বিশ্বকাপ নিয়ে বাড়াবাড়ি খরচ চায় না তারা৷ বরং তাদের দাবি সরকারের উচিত স্বাস্থ্য, শিক্ষা, জনপরিবহণ এবং কল্যাণ খাতে দরকার মতো অর্থ ব্যয় করা৷

শুধু জনগণ নয়, বিশ্বকাপ আয়োজনের অবকাঠামো নিয়ে বিপদে পড়েছে ব্রাজিল৷ নভেম্বরে সাও পাওলোতে স্টেডিয়াম নির্মাণকাজে দুর্ঘটনায় প্রাণ হারান দুই শ্রমিক৷ এই স্টেডিয়ামে আগামী জুন মাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা৷ কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে স্টেডিয়ামটি এপ্রিলের আগে পুরোপুরি তৈরি হবে না৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা৷

Bildergalerie Sir Alex Ferguson
মাঠে আর এই ভূমিকায় দেখা যাবে না ফার্গুসনকেছবি: Getty Images

তবে লুইস ফেলিপে স্কোলারির নেতৃত্বে ব্রাজিল ফুটবল দল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের প্রস্তুতি ভালোভাবেই গ্রহণ করছে৷

এ নিয়ে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে৷ সবশেষ ১৯৫০ সালে ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল৷ সেবার কাপ না জেতার দুঃখ আজও ঘোচেনি তাদের৷ তাই এবার ব্রাজিলিয়ানদের সামনে আছে এক বড় সুযোগ৷

আলোচনায় জার্মানি

বিশ্বকাপ আর ব্রাজিল ছাড়াও জার্মানির ফুটবল দলের সাফল্য নিয়েও চলতি বছর আলোচনা ছিল বিশ্ব ফুটবলে৷ কোচ ইওয়াখিম ল্যোভের নেতৃত্বে তরুণ জার্মান দল বিভিন্ন খেলায় আশানুরূপ সাফল্য দেখিয়েছে৷ আর ক্লাব হিসেবে জার্মানির বায়ার্ন মিউনিখ জিতেছে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ৷ আশা করা হচ্ছে, ১৯৯০ সালের পর ২০১৪ সালে আবারও বিশ্বকাপ জয়ে সফল হবে জার্মানি৷

Lionel Messi Steueraffäre
মাঠ ও মাঠের বাইরে আলোচনায় ছিলেন মেসিছবি: Reuters

ফার্গুসন যুগের সমাপ্তি

ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন অবসর গ্রহণ করেন চলতি বছরে৷ দীর্ঘ ২৭ বছর ধরে ইউনাইটেডের ম্যানেজার ছিলেন তিনি৷ কোচ হিসেবে তাঁর সাফল্যের তালিকায় রয়েছে ৪৯টি ট্রফি, যার মধ্যে আছে ১৩টি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের দুটি শিরোপা৷

লিওনেল মেসি

চলতি বছর চতুর্থবারের মতো ফিফার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি৷ তবে রোনাল্ডো হাল ছেড়ে দেননি৷ আগামী বছরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি৷ আর ডেভিড বেকহাম এখন খেলা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ক্লাবের ফ্র্যাঞ্চায়েজ নেয়ার চেষ্টা করছেন৷

এআই / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য