1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালাহউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার, রবিবার চট্টগ্রামে হরতাল

১৬ ডিসেম্বর ২০১০

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে৷

https://p.dw.com/p/QcmS
সালাহউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

মগবাজারের গাড়ি পোড়ানো ও ফারুক হোসেন হত্যামামলায় জিজ্ঞাসাবাদের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। তিনি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়েছেন। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে রাজধানী ঢাকার বনানীর একটি বাড়ি থেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও ব়্যাবের একটি দল৷ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই খবর দিয়েছে৷

একাত্তরের যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিনকে গ্রেপ্তারের জন্য যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থা বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আবেদন করে৷ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তার করা হয়৷

ব়্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে তিনি বলেছেন, গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমানও সাকা চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন৷

এদিকে, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি রবিবার চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডেকেছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক