1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহায্য পৌঁছচ্ছে চিলিতে, বাড়ছে মৃতের সংখ্যা

৩ মার্চ ২০১০

ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ মাথাচাড়া দিচ্ছে নৈরাজ্য৷ লুটপাট দমন করতে সেনা তলব করতে হয়েছে প্রেসিডেন্টকে৷ সান্তিয়াগোতে এসে হিলারি ক্লিন্টন মার্কিন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গেলেন৷

https://p.dw.com/p/MI7y
অসহায় যানবাহনছবি: AP

সাহায্য পৌঁছতে শুরু করেছে চিলিতে

চিলির মহিলা প্রেসিডেন্ট মিশেল বাশেলেত মূলত যেসব ত্রাণসামগ্রী চাইছিলেন ভূমিকম্প মোকাবিলায়, তার বেশ কিছুটা তিনি পেয়ে গেছেন মঙ্গলবার৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন চিলি যাওয়ার সময় কুড়িটি স্যাটেলাইট টেলিফোন নিয়ে গেছেন৷ সান্তিয়াগোর বিদ্ধস্ত বিমানবন্দরটিকে মেরামত করে কিছুটা কার্যকরী করে তোলা গেছে, সুতরাং বেশ কিছু ত্রাণ নেমেছে মঙ্গলবার৷ আর্জেন্টিনার একটি সামরিক বিমানও নেমেছে সান্তিয়াগোতে৷ সেই বিমানে রয়েছে ফিল্ড হসপিটাল৷ যা এই মুহূর্তে আশু প্রযোজনীয়৷

সবচেয়ে প্রয়োজনীয় এখন কী কী ?

বিশুদ্ধ পানীয় জল, পরিবহণযোগ্য সেতু, স্যাটেলাইট ফোন আর বিদ্যুৎ উত্পাদনের জন্য জেনারেটর৷ চিলির প্রেসিডেন্ট বাশেলেত এইসবের জন্যই আর্জি জানিয়েছিলেন প্রথমে৷ কারণ, ত্রাণ আর উদ্ধারের জন্য বস্তুগুলি প্রয়োজন তাঁর৷ জল পরিশুদ্ধ করার সামগ্রীও প্রয়োজন, বলেছেন বাশেলেত৷

Flash-Galerie Chile Plünderung
নৈরাজ্য রুখতে সেনা নামিয়েছেন প্রেসিডেন্ট বাশেলেতছবি: AP

প্রতিবেশি দেশগুলি কে কীরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে

আর্জেন্টিনা পাঠিয়েছে ফিল্ড হাসপাতাল৷ চিলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মোটেও ভালো নয় পেরুর৷ তারপরেও এই বিপদের দিনে পেরু চিলির পাশেই দাঁড়িয়েছে৷ পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া সান্তিয়াগোতে পৌঁছে বলেছেন, এ সময়ে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে৷ গার্সিয়া তাঁর সঙ্গে প্রচুর ত্রাণসামগ্রী ছাড়াও নিয়ে এসেছেন একটি ফিল্ড হাসপাতাল, ডাক্তার ইত্যাদি ছাড়াও প্রচুর কম্বল, তাঁবু ইত্যাদি৷ বলিভিয়া পাঠিয়েছে ৪০ টন মানবিক ত্রাণ৷ ব্রাজিল পাঠাচ্ছে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার৷ সেগুলি বোঝাই করে তারা পাঠাবে ওষুধপত্র এবং ত্রাণ৷

কিন্তু ত্রাণবণ্টন নিয়ে রয়েছে অভিযোগ, চলছে লুটপাট

চিলির মোট বাসিন্দার প্রায় আটভাগ, অন্তত দুই মিলিয়ন মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত৷ নিহতের সংখ্যা সরকারি হিসেবেই এখন প্রায় আটশো৷ ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে, চলছে উদ্ধারকাজও৷ কিন্তু দুর্গতদের একাংশের অভিযোগ, তার গতি বড়ই ধীর৷ ত্রাণবণ্টন নিয়ে অভিযোগও শোনা যাচ্ছে৷ রাজধানী সহ দেশের অন্যত্র বহু জায়গা থেকেই লুটপাটের অভিযোগ শোনা যাচ্ছে৷ অপরাধমূলক কাজের জন্য অর্দ্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ চিলির প্রেসিডেন্ট অতিরিক্ত এগারো হাজার সেনা তলব করেছেন লুটেরাদের শয়েস্তা করতে৷ বহু জায়গায় এলাকা প্রহরা দিচ্ছে নাগরিকদের সদ্য গড়ে ওঠা কমিটি৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই