1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে নোবেল পেলেন ইশিগুরো

৫ অক্টোবর ২০১৭

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো৷ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় সাহিত্যে ২০১৭ সালের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি৷

https://p.dw.com/p/2lGIE
Kazuo Ishiguro
ছবি: Getty Images/B. A. Pruchnie

জগতের সাথে মানুষের সম্পর্কের গভীরতর সত্যকে তুমুল আবেগের সাথে উপস্থাপন তাঁর লেখার অন্যতম দিক বলে উল্লেখ করেছে নোবেল কর্তৃপক্ষ৷

১৯৫৪ সালে জাপানের নাগাসাকিতে জন্ম নেয়া এ লেখক পরিবারের সাথে পাঁচ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে৷ ১৯৭০ সালে ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ইংরেজি ও দর্শনে স্নাতক শেষে ইউনিভার্সিটি অব এঙ্গেলিয়াতে পড়েন সৃজনশীল সাহিত্য নিয়ে৷ তাঁর প্রথম উপন্যাস ‘আ পেইল ভিউ অফ হিলস’৷ অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস ‘নেভার লেট মি গো’, ‘অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’৷ তবে ‘দ্য রিমেইনস অফ দ্য ডে' তাঁর অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রও৷

নিয়ম অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে পুরস্কারের ৯০ লাখ ক্রোনার৷

গত বছর নোবেল পেয়েছেন কিংবদন্তি গায়ক ও গীতিকার বব ডিলান৷ গীতিকার হিসেবে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পেলেন৷ এর আগের বছর সাহিত্যে নোবেল পান বেলারুশের সাংবাদিক এবং লেখিকা সিয়েৎলানা অ্যালেক্সেভিচ৷ পরপর দু'বছর প্রথাগত সাহিত্যের বাইরে দুজন পুরস্কার জেতায় এ বছরও অনেকের জল্পনায় ছিল বিষয়টি৷ তেমন কিছু না হলেও, পছন্দের শীর্ষে থাকা জাপানের হারুকি মুরাকামি ও কেনিয়ার এনগুগি ওয়া থিওংকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন কাজুও ইশিগুরো৷  

১৯০১ থেকে এ পর্যন্ত মোট ১১০ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, যার মধ্যে ১৪ জন নারী৷ সাহিত্যে যৌথভাবে নোবেল দেয়া হয়েছে ২ বার ৷ ১৯১৪, ১৯১৮, ১৯৩৫, ১৯৪০, ১৯৪১, ১৯৪২ ও ১৯৪৩ সালে (যোগ্য কাউকে পাওয়া যায়নি উল্লেখ করে) সাহিত্যে নোবেল দেয়া হয়নি৷ নোবেল পুরস্কারের ইতিহাসে দুজন সাহিত্যিক নোবেল প্রত্যাখান করেছেন-  বরিস পাস্তেরনাক ও জাঁ পল সার্ত্র৷  

এরই মধ্যে ঘোষিত হয়েছে পদার্থরসায়নে নোবেল বিজয়ীর নাম৷ আগামীকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷

আরএন/এসিবি (এপি,এএফপি,ডিপিএ)