1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিংহ বাঁচাতে খুন হলেন সমাজকর্মী

২১ জুলাই ২০১০

গুজরাটের গির বনাঞ্চলে চোরা সিংহ শিকার এবং ঐ অঞ্চলে অবৈধ খনি সম্পদ পাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষকে সজাগ করে দিতে অভিযান শুরু করেছিলেন গুজরাটের বন্যপশু প্রেমী অমিত জেঠোয়া৷ পরিণামে তাঁকে প্রাণ দিতে হলো মাফিয়াদের হাতে৷

https://p.dw.com/p/OQyK
কমে যাচ্ছে সিংহের সংখ্যাছবি: AP

সমাজকর্মী অমিত জেঠোয়া খুলে দিতে চেয়েছিলেন এর পেছনে সক্রিয় রাজনীতিক ও মাফিয়া চক্রের মুখোশ৷ সরকারের তথ্য জানার অধিকার আইন অনুসারে গুজরাট হাইকোর্টে অমিত দায়ের করেছিলেন গির অরণ্যে এবং সৌরাষ্ট্র উপকূলে অবৈধ মাইনিং কার্যকলাপ সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলা৷ শুরু করেছিলেন রাজনৈতিক প্রভাবশালী যেসব ব্যক্তি ঐ অবৈধ মাইনিং-এর সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে অভিযান৷ অভিযোগ দায়ের করেন রাজ্যের বনদপ্তরের বিরুদ্ধে৷ একমাত্র গুজরাটের গির অরণ্যেই আছে এশিয়ার দুর্লভ প্রজাতির সিংহ৷ চোরা শিকারিদের হাতে সেই সিংহ মারা যেতে থাকে দিনের পর দিন৷ বনদপ্তর উদাসীন৷ বছর খানেক আগে প্রায় ডজন দুই সিংহের রহস্যজনক মৃত্যুর প্রতি অমিত দৃষ্টি আকর্ষণ করলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং শেষপর্যন্ত কিছু আন্তঃরাজ্য চোরাশিকারি ধরা পড়ে৷ উল্লেখ্য, অমিত গির অঞ্চলের যুবকদের নিয়ে গঠন করেন নেচার ক্লাব৷ গির অরণ্যের সিংহ সংরক্ষণে এবং বনাঞ্চল রক্ষায় এই ক্লাব গভীরভাবে জড়িত৷ তাই তিনি ছেড়ে কথা বলেননি বিখ্যাত বলিউড তারকা আমির খানকেও৷ লগন ছবির শ্যুটিংকালে তিনি বিরলজাতের হরিণ শিকার করায় তাঁর বিরুদ্ধেও মামলা করেছিলেন বন্যপশুপ্রেমী অমিত৷ তথ্য জানার অধিকার আইনের সফল প্রয়োগে সাধারণ মানুষকে তিনি অনুপ্রাণিত করার চেষ্টা করেন৷

অমিতের হত্যাকান্ডের জন্য তাঁর পরিবার অভিযোগের আঙুল তোলেন জুনাগড়ের বিজেপি সাংসদ দীনুভাই শোলাঙ্কির দিকে৷ অমিতের বাবা বলেন, আমি নিঃসন্দেহ এই হত্যার পেছনে শোলাঙ্কির হাত আছে৷ এ আগে বহুবার ঐ সাংসদ ফোনে হুমকি দিয়েছিলেন আমাকে ও আমার ছেলে অমিতকে৷ এর উত্তরে বিজেপি সাংসদ বলেন, অভিযোগ করলেই তো হবেনা, তা প্রমাণ করতে হবে৷ এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই৷ আইন তার নিজের পথেই চলবে৷

অমিত যখন কোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত পরিচয় দুজন আততায়ী মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে৷ গুলিবিদ্ধ অবস্থায় অমিত খুনিদের জাপটে ধরার চেষ্টা করলে আততায়ীরা পিস্তল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই অমিতের মৃত্যু হয়৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক