1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিউলে লালগালিচা অভ্যর্থনা পেলেন হাসিনা

১৭ মে ২০১০

দক্ষিণ কোরিয়া সফরে হাসিনা৷ সম্ভাবনা দ্বিপাক্ষিক চুক্তির৷ বিমানের বিপুল দুর্নীতি ফাঁস হল তদন্তে৷ খালেদা জিয়া গণ অনশন দিয়ে আন্দোলন শুরু করতে পারেন৷

https://p.dw.com/p/NPXk
শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: Picture-alliance/dpa

দক্ষিণ কোরিয়ায় দারুণ অভ্যর্থনা পেলেন হাসিনা

ছয়দিনের জন্য মালয়েশিয়া আর দক্ষিণ কোরিয়া সফরে বেরিয়ে রবিবার সকালে সিউল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সিউল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়েছে৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান৷ তিনদিন দক্ষিণ কোরিয়ায় থেকে প্রধানমন্ত্রী হাসিনা যাবেন মালয়েশিয়ায়৷ আজ সোমবার হাসিনা ভাষণ দেবেন জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক বা এসকাপ-এর ৬৬ তম অধিবেশনে৷ আগামীকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী হাসিনার৷ ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বোঝাপড়ার কাজ এগোবে অনেকটাই৷ সেইসঙ্গে সিউলের সহযোগিতায় বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ-তে স্বাক্ষর করবেন দুই রাষ্ট্রনায়ক৷ বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস হাসিনার এই সফর বিষয়ে মন্তব্য করতে গিয়ে আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা৷ স্থানীয় বাংলাদেশী বাসিন্দাদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও মিলিত হবেন তিনি৷

বিমানে কেনাবেচায় সাতশো কোটি টাকার দুর্নীতি ফাঁস

ডেইলি স্টার আর বিডিনিউজ টোয়েন্টি ফোরের খবর, সাতশো কোটি টাকার দুর্নীতি নিয়ে৷ বাংলাদেশের জাতীয় বিমান পরিবহণ সংস্থায় গত ১৮ বছর ধরে এয়ারক্রাফট মেরামতি এবং মালপত্র কেনাকাটায় এই বিপুল অর্থের দুর্নীতির কথা জানিয়েছে একটি সংসদীয় সাব কমিটি৷ তদন্তে উঠে এসেছে প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র শীর্ষ নেত্রী খালেদা জিয়া এবং তাঁর দুই পুত্র এবং ভাই সহ অনেকেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ রবিবার পাঁচ সদস্য বিশিষ্ট ওই সংসদীয় সাব কমিটির প্রধান সাংসদ মইনউদ্দিন খান বাদল জানান এই তথ্য৷ বাদল আরও জানান, বিমানের যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেত্র ছাড়াও, টিকিট নিয়ে, হজ যাত্রীদের ব্যবস্থাপনা নিয়ে এবং অর্থ উদ্ধার সংক্রান্ত বিষয়েও একাধিক দুর্নীতির বিষয় উঠে এসেছে তদন্তের ফলে৷ দুর্নীতির একটি ছোট উদাহরণ দিতে গিয়ে বাদল জানান, উড়োজাহাজের এলিভেটর সুইচের দাম দেখানো হয়েছে সাড়ে সাত হাজার ডলার, অথচ তার বাজারমূল্য মাত্র ২৩৫ ডলার৷ বিমানের চেয়ারম্যানকে শীঘ্রই জবাবদিহির জন্য তলব করা হবে বলেও জানিয়েছে ওই তদন্ত কমিটি৷

Bangladesch Luftverkehr Flugzeug von Biman Bangladesh Airlines
বিমান এবার মস্তবড়ো দুর্নীতির ফাঁদেছবি: picture alliance/dpa

বিএনপি আন্দোলনে যাবে আগামী মাসের শুরু থেকে

জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সরকারবিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন শুরু করবে প্রধান বিরোধী দল বিএনপি৷ রবিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে স্থির করা হয়েছে, আপাতত হরতাল-অবরোধের মতো কর্মসূচি না নিয়ে গণ অনশন, দেশজুড়ে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, লংমার্চ, রোডমার্চ, গণমিছিল, নির্বাচন কমিশন ঘেরাও, প্রতিবাদ সমাবেশ ইত্যাদি পালন করা হবে৷ এই বুধবার ১৯ মে ঢাকার পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশ থেকে যাবতীয় কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া৷ রবিবারের বৈঠকে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও প্রথম কর্মসূচি কী হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি৷ বিষয়টি ছেড়ে রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য৷ সম্ভবত, প্রথমে গণ অনশনের পথই বেছে নেবেন খালেদা জিয়া, বলছে দৈনিক সমকাল৷

প্রতিবেদন:সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা :রিয়াজুল ইসলাম