1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিএনজি স্টেশন বন্ধে অসন্তোষ ক্রেতা-বিক্রেতাদের

১৬ আগস্ট ২০১০

বিদ্যুত সাশ্রয়ে সোমবার থেকে ৬ ঘণ্টা করে বন্ধ থাকছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো৷ এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতা-বিক্রেতা৷ ওদিকে রমজানে যানজট কমাতে স্কুল-কলেজে ছুটি শুরু হলেও রাস্তায় তার প্রভাব দেখা যায়নি৷

https://p.dw.com/p/Oom1
ছবি: picture-alliance/ dpa

সকাল থেকে প্রতিটি সিএনজি স্টেশনের সামনেই ছিল লম্বা লাইন৷ নতুন সিদ্ধান্ত নিয়ে অনেকেই দিশেহারা৷ কাজের ফাঁকে কিংবা কাজ বাদ রেখে অনেকেই লাইনে এসে দাঁড়ান৷ বেলা তিনটা থেকে নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় কয়েকদিন আগেই৷ স্টেশনগুলোতে চিঠি পাঠিয়েও তা জানানো হয়৷ বেলা ৩টা বাজতেই বন্ধ হতে শুরু করে স্টেশনগুলো৷ একটু পরে এসে গ্যাস না পেয়ে অনেক ক্ষুব্ধ গ্রাহকই ফিরে যান খালি হাতে৷ দোষারোপ করছেন সিদ্ধান্তের ত্রুটির৷ বিক্রেতারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন৷

বিদ্যুত কেন্দ্রের উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য প্রতিদিন ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও তা বিদ্যুত উৎপাদন বাড়াতে কতটা সহায়ক হবে, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে৷ অনেকে বলছেন, এতে শুধু ভোগান্তিই বাড়ছে৷

রমজানে যানজট কমাতে সোমবার থেকে রাজধানীর স্কুল-কলেজে ছুটি শুরু হয়েছে৷ তবে প্রথম দিনে যানজট দেখা গেছে আগের মতোই৷ তবে যানজট নিরসনে সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক বলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: মনিরুল ইসলাম