1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতই যেখানে স্মার্টফোন!

১১ আগস্ট ২০১৬

দেখতে রাবারের একটা রিং বা বালার মতো৷ কিন্তু ব্রেসলেটটা পরে হাতটা একটু ঘোরালে বা চাপ দিলে আপনার হাতের ত্বকের ওপর ভেসে উঠবে একটা স্মার্টফোন বা ট্যাবলেটের পর্দা৷ তারপর আর কী? সেই পর্দায় বিভিন্ন ‘বাটন' টিপে শুরু করে দিন কাজ৷

https://p.dw.com/p/1JfHw
‘সিক্রেট ব্রেসলেট' ওয়েবসাইটের স্ক্রিনশট
ছবি: Cicret

নিজের ত্বকেই নিজস্ব ‘টাচস্ক্রিন'৷ প্রোজেক্টারে ছবি দেখতে যেমন লাগে, অনেকটা তেমন৷ আর সেই স্ক্রিনে হালকা স্পর্শ করলেই জীবন্ত হয়ে উঠবে আপনার ভার্চুয়াল জগত৷ ই-মেল পড়া, গেম খেলা, আবহাওয়া সম্পর্কে জানা, ন্যাভিগেশন অ্যাপ চালানো, এমনকি টেলিফোনও করতে পারবেন আপনি৷ যেভাবে খুশি সেভাবেই নিজের হাতটাকে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র এই সিক্রেট ব্রেসলেট পরা কব্জিটাকে ঘুরিয়ে !

অবাক করা ব্যপার, তাই না? অথচ এই অভিনব ব্রেসলেটটি নাকি তৈরি হয়েছে মাত্র ছ'মাসের গবেষণায়৷ এতে রয়েছে ছোট্ট একটা প্রোজেক্টার এবং আটটি সেন্সর, যা কব্জি থেকে কনুইয়ের মাঝের অংশে দেখা যায়৷ পর্দায় আলতো হাতের ছোঁয়ায় আপনি যখন আপনার পছন্দের কাজগুলো করবেন, সেগুলোই ঐ সেন্সরগুলোতে ধরা পড়বে৷ আর তার মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রিত হবে৷

এছাড়াও এই সিক্রেট ব্রেসলেট-এ থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়াইফাই ও ব্লুটুথ৷ ১৬ এবং ৩২ গিগাবাইট ডেটা সমৃদ্ধ এই ব্রেসলেট নাকি আর মাত্র এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে চলে আসবে৷ দাম হবে ৪০০ মার্কিন ডলারের মতো৷

ডিজি/এসবি

বন্ধু, বিশ্বাস হয় এমন এক ব্রেসলেটের অস্তিত্ব? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য