1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি নির্বাচন: সবার দৃষ্টি চট্টগ্রামে

১৬ জুন ২০১০

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন৷ মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মর্যাদার লড়াইয়ে এখন সবার দৃষ্টি সেদিকে৷ নির্বাচন কমিশন ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা মোতায়েন করেছে৷

https://p.dw.com/p/NrmT
ফাইল ছবিছবি: DW/Kumar Dey

নিয়ম অনুযায়ী মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে৷ দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপির শক্তি পরীক্ষা এবং প্রেষ্টিজ ইস্যুতে পরিণত হয়ছে এই নির্বাচন৷ তাই দুই দলের কেন্দ্রীয় নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচার- প্রচারণায়৷

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন ৩ বারের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী৷ আর বিএনপির প্রার্থী হলেন মঞ্জুরুল আলম মঞ্জু৷ দুই প্রার্থীই তাঁদের জোটেরও সমর্থন পেয়েছেন৷

নির্বাচনী প্রচার–প্রচারণায় শেষ পর্যন্ত কোন অঘটন না ঘটলেও প্রতিপক্ষ ভোট কিনতে অর্থ ছড়িয়েছে বলে অভিযোগ মহিউদ্দিন চৌধুরীর৷ তবে মঞ্জুরুল আলম মঞ্জু বলেছেন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে৷ জনগণের ওপর আস্থা না থাকায় প্রতিপক্ষ এখন নানা ভিত্তিহীন কথা বলছে৷

৪০ লাখ অধিবাসীর চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৪১টি৷ এসব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে তাঁদের প্রচারনা শেষ করেছেন৷

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে৷ আইন- শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের৷

বিএনপির কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার অভিযোগ করেছেন, নির্বাচনে মোতায়েন করা ২০ হাজার পুলিশ সদস্যকে ভোট চুরির কাজে লাগাতে পারে শাসক দল৷ তবে নির্বাচন কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই