1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডনির জন্য প্রার্থনা অব্যাহত টুইটারে

১৫ ডিসেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ার সিডনিতে জিম্মির ঘটনা সাড়া জাগিয়েছে গোটা বিশ্বে৷ ‘প্রে ফর সিডনি' হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই করেছেন টুইট৷ এছাড়া সোমবার গোটা বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ট্রেন্ড ‘সিডনিসিজ'৷

https://p.dw.com/p/1E4Cq
Australien Geiselnahme in Sydney 15.12.2014
ছবি: Reuters/J. Reed

সিডনিতে এক বন্দুকধারী বেশ কয়েকজনকে জিম্মি করেন একটি চকলেটের দোকানে৷ সোমবার এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম৷ টুইটারে বেশ কয়েকটি হ্যাশট্যাগ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে৷ ইংরেজিতে ‘#প্রেফরসিডনি' হ্যাশট্যাগ ব্যবহার করছেন অনেকে৷

তবে সিডনির এই ঘটনায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইংরেজিতে ‘#সিডনিসিজ' হ্যাশট্যাগটি৷ সোমবার জার্মান সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টায় টুইটারে কমপক্ষে ২০ হাজার বার ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগটি৷ মূলত সংবাদমাধ্যমগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে বেশি টুইট করা হচ্ছে৷

প্রসঙ্গত, চকলেটের দোকানের ভেতর থেকে আরবি লেখা একটি ব্যানার প্রদর্শন করে বন্দুকধারী৷ কয়েকজন জিম্মিকে এটি ধরে থাকতেও দেখা যায়৷ ব্যানারে কী লেখা আছে, তা নিয়েও আলোচনা দেখা গেছে টুইটারে৷

উল্লেখ্য, ‘সিডিনিসিজ' কিংবা ‘প্রেফরসিডনি' ছাড়াও আরো কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার হচ্ছে সিডনির জিম্মি ঘটনাকে কেন্দ্র করে৷ এগুলো হচ্ছে ‘মার্টিনপ্লেস', ‘লিন্ড্ট' এবং ‘সিডিনিহোস্টেজক্রাইসিস৷' পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় সামগ্রিকভাবে মুসলমানরা যাতে বিরূপ পরিস্থিতির শিকার না হন, সেজন্য ‘আইউইলরাইটউইথইউ' হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করছেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য