1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিনেমায় দর্শক কম, রোজগার কিন্তু অনেক বেশি!

১ সেপ্টেম্বর ২০১০

যুক্তরাষ্ট্রে সিনেমার দর্শক কমে যাচ্ছে৷ হ্যাঁ, সত্যিই৷ কিন্তু মজার বিষয় হচ্ছে, দর্শক কমে যাওয়া সত্ত্বেও, এই গ্রীষ্মে বক্স অফিসের রোজগার বেড়ে দাঁড়িয়েছে, একশো মিলিয়ন ডলার৷

https://p.dw.com/p/P1H7
সিনেমা, যুক্তরাষ্ট্র, দর্শক,বক্স অফিস, মিলিয়ন, থ্রিডি,Cinema,Cinegoer,Hollywood,Million,Viewer,US3D,FilmBox Office
সিনেমাহলে আসা ক্রমশ কমছে দর্শকদেরছবি: AP

চলচ্চিত্র ওয়েব সাইট হলিউড ডট কম বলছে, সিনেমা হলে টিকিট বিক্রি হয়েছে ৫৫২ মিলিয়ন৷ ২০০৫ সালের পর, সবচেয়ে কম সংখ্যক সিনেমা দর্শকের সংখ্যা এটাই৷ ২০০৫ সালে এই সংখ্যা ছিল ৫৬৩.২ মিলিয়ন৷ ধারনা করা হচ্ছে, টিকিটের উচ্চ মূল্যই চলচ্চিত্র দর্শক কমানোর জন্যে দায়ী৷ বিশেষ করে থ্রি ডি পর্দার ছবির টিকিটের দাম আরও চড়া৷

এতক্ষন তো বললাম মার্কিন সিনেমা হলের দর্শক কমে যাবার কথা৷ কিন্তু একই ঘটনা দেখা গেছে, ব্রিটেনের সিনেমা হলগুলোতেও৷ যুক্তরাষ্ট্রের জাতীয় থিয়েটার মালিক সমিতির মতে, সেখানে গত ১২ মাসে চলচ্চিত্রের টিকিটের দাম বেড়েছে শতকরা ৫ ভাগ৷ সিনেমা দর্শকদের এখন প্রতি টিকিট পিছু দিতে হবে ৭.৮৮ মার্কিন ডলার, যা ২০০৯ সালের চেয়ে ৩৮ সেন্ট বেশি৷

একজন বক্স অফিস বিশ্লেষক বলেছেন, একে বলতে হয়, উচ্চ রাজস্বের ভাসা ভাসা বিজয়৷ তিনি আরো বলেন, প্রতি বছর দর্শকের সংখ্যা কমবে এটা কেউ চাইবে না, চাইবে দর্শকের সংখ্যা বাড়ুক৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়