1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিন্দুকের দাম পাঁচ কোটি

মারিয়া লেসার/এআই৯ আগস্ট ২০১৪

সিন্দুকের কথা কি মনে আছে? ওই যে অর্থকড়ি, সোনাদানা রাখার বিশেষ বাক্স৷ আমাদের দেশে এখনো সেগুলোর দেখা মেলে নিশ্চয়ই৷ ড্যোটলিং নামক একটি কোম্পানি সিন্দুক তৈরি করে৷ তবে তাদের সিন্দুক কেনার সাধ্য যেকারো নেই৷

https://p.dw.com/p/1Cqt8
Symbolbild Bank Schließfach Tresortür
ছবি: ullstein bild - Imagebroker.net

ড্যোটলিং কোম্পানি বিলাসি সিন্দুক তৈরির জন্য বিখ্যাত৷ ক্রেতার পছন্দ অনুযায়ী সিন্দুকের ভেতর-বাহিরের ডিজাইন করে তারা৷ প্রতিষ্ঠানটির প্রধান মার্কুস ড্যোটলিং এই বিষয়ে বলেছেন, ‘‘আমাদের ক্রেতারা অনেক বড়লোক৷ তাদের আসলে সবকিছুই আছে৷ তবুও তারা বিলাসি দ্রব্য কিনতে চায়৷''

ড্যোটলিং-এর ক্রেতাদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং তারকারা রয়েছেন৷ মূলত উত্তর এবং মধ্য অ্যামেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের বাস৷ ক্রেতাদের সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানাতে আগ্রহী নয় প্রতিষ্ঠানটি৷

সিন্দুকের জন্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বা তৈরির সময় নিয়ে ক্রেতাদের কোনো মাথাব্যথা নেই৷ তারা শুধু সেটিতে তাদের ইচ্ছার প্রতিফলন দেখতে চায়৷ এমনকি যদি কোনো ক্রেতা জেমস বন্ডের কোনো ছবিতে দেখা সিন্দুকের মতো সিন্দুক চান, সেটাও তৈরি করা সম্ভব৷

ক্রেতা চাইলে সিন্দুকের মধ্যে সিগার রাখার ড্রয়ার থাকতে পারে, থাকতে পারে সত্যিকারের সোনার প্রলেপও৷ এমনকি সিঙ্গাপুর থেকে আসা কুমিরের চামড়াও৷

বিশেষ কুমিড়ের চামড়া

সিন্দুকের জন্য ২৫ বছর বয়সি কুমিড়ের চামড়ার প্রয়োজন হয়৷ পাশাপাশি চামড়াটা হতে হবে একটি টুকরো, কোনো সেলাই থাকা যাবে না৷ দর্জি আন্দ্রেয়া গেয়রকে এই বিষয়ে বলেন, ‘‘চামড়া শুধু একবার সেলাই করা যায়৷ আর কাপড়ের উপর আমরা কয়েকবার সেলাই করতে পারি৷ সমস্যা হচ্ছে চামড়ার উপর সুইয়ের ফুটা দেখা যায়৷ তাই একবার ভুল করলে সেটা ফেলে নতুন চামড়া খুঁজতে হয়৷''

কুমিরের একটি চামড়ার মূল্য দুই হাজার ইউরোর মতো৷ ইটালি থেকে আনা বাছুরের চামড়ার দামও কম নয়৷

ঘড়ি রাখার বিশেষ ব্যবস্থা

অনেক ক্রেতা ঘড়ি সংগ্রহ করেন৷ তাদের জন্য তাই ঘড়ি রাখার সুবিধাসহ এমন সিন্দুক তৈরি করতে হয়৷ এমন পণ্যের খরচও অনেক৷ ড্যোটলিং আবার ঘড়ির জন্য এক অভিনব সৃষ্টি বাজারে এনেছে৷ ক্রেতাদের মধ্যে এটা বেশ জনপ্রিয়৷ একেকটি সিন্দুকের দাম পড়ে ৮০ হাজার থেকে পাঁচ লাখ ইউরে বা পাঁচ কোটি টাকার মতো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য