সিরাজগঞ্জে ট্টেন দুর্ঘটনা | পাঠক ভাবনা | DW | 22.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সিরাজগঞ্জে ট্টেন দুর্ঘটনা

তদন্ত রিপোর্টে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার ৩টি কারণ দেখানো হয়েছে৷ রেল লাইন সাধারণ মানুষের চলাচলের রাস্তা, সেই রাস্তার উপর জনসভা হয় কি করে?

তাহলে রাজনীতি কি জনগণের উপকারের জন্য না ক্ষতি করার জন্য? আমার মতামত, বাংলাদেশের বড় দু'টি রাজনৈতিক দল আর কত রক্ত দেখতে চায়? আর কত রক্ত দেখলে তাদের রক্ত পিপাসু মন শান্তি পাবে৷ যে কোন ইস্যুকে কেন্দ্র করে তারা হরতাল শুরু করে, এমন কি সামান্য কারণে রাস্তার উপর মানুষকে পিটিয়ে মেরে ফেলতে ও পিছপা হননা তারা৷ এ যেন মানুষ মারার হোলি খেলা৷ আমাদের দেশে কবে আমরা দেখব, হরতাল, হানাহানি বন্ধ করে সব দল এক হয়ে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে, দেশের মানুষের কল্যাণের জন্য ঘর থেকে বের হবে৷ একটাই লক্ষ্য হবে কিভাবে আমাদের দেশটাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে বিশ্বের দরবারে তুলে আনা যায়৷ সম্প্রতি এমনি উঠে আসা দেশ মালয়েশিয়ার দিকে তাকালে বোঝা যায় তারা কত দ্রুত উন্নতির শিখরে পৌঁছে গেছে৷ বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের বেশ কিছু দেশের বাজার দখল করে আছে৷ কিন্তু কারণে-অকারণে হরতাল হলে প্রতিদিন দেশের কোটি কোটি টাকার ক্ষতি হয়৷ তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব কিভাবে? এই প্রশ্ন রইল সবার কাছে? আমরা কি এই অবস্থার ভিতর হতে কখনও বের হয়ে আসতে পারব না? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, কুষ্টিয়া,বাংলাদেশ৷

ডয়েচেভেলে পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা৷ আপনারা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেন৷ তাই আপনাদের কাছে আমার আবেদন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবেন৷কবির৷

আমি অনেকদিন যাবত আপনাদের ওয়েবসাইট দেখে খুব আনন্দ পাচ্ছি ও বহু সংবাদ জানতে পারছি৷ দুঃখের বিষয় অনেক চেষ্টা করে ওয়েবসাইট কুইজ, ছবি খুঁজুন, পুরস্কার জিতুন –এর কোড খুঁজে পাইনি৷ কারণ আপনাদের প্রচুর প্রতিবেদন থাকে বলে সবগুলো দেখার জন্য অনেকবার ক্লিক করে ওপেন করতেই অনেক সময় লেগে যায়৷ এই কুইজ একটু সহজ করলে আমরাও অংশগ্রহণ করতে পারবো৷ দূর্গারানী অধিকারী, দত্তবারুটিয়া, মুর্শিদাবাদ, ভারত৷

অনেক হতাশা আর কষ্টে এই এসএমএস লিখছি যে আপনাদের কন্ঠ আর শুনতে পারবোনা৷ শর্টওয়েভ বন্ধ হয়ে গেলেও মিডিয়াম ওয়েভের ফ্রিকোয়েন্সি জানাবেন৷ আঃ সামাদ, শিক্ষক, সমির উদ্দিন কলেজ, ঠাকুরগাঁও, বাংলাদেশ৷

আজকে সকালের অধিবেশনে বাংলাদেশের একগুচ্ছ তাজা খবর, সিরাজগঞ্জে ট্টেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট, সংবাদ পত্রের শিরোনাম, ফ্রান্সে শ্রমিক বিক্ষোভ, কলকাতার মেট্রো রেলের করুণ পরিস্হিতির রিপোর্ট এবং ফিচারপর্ব সবুজ পৃথিবীতে ঢাকাস্হ জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে চিত্রপ্রদর্শনীর ওপর সাক্ষাত্কারমূলক প্রতিবেদন শুনে আমরা ক্লাবের সব্বাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ ধন্যবাদ ডয়চে ভেলে৷ মোখলেসুর রহমান, খাদিমপুর বাজার,কুষ্টিয়া, বাংলাদেশ৷