1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিজ হেরে গেলো অস্ট্রেলিয়া

৭ জানুয়ারি ২০১১

পাঁচ ম্যাচের সিরিজ হেরে গেলো অস্ট্রেলিয়া৷ সব কটি টেস্ট ম্যাচ সম্পন্ন৷ ইংল্যান্ড দল জিতেছে তিনটি ম্যাচ৷ আর অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটি৷ একটি হয়েছে ড্র৷

https://p.dw.com/p/zug1
ছবি: picture alliance/empics

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দুর্দান্ত ফলাফলের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ওপর দিয়ে৷ খবুই খারাপ অবস্থা এখন অসিদের৷ পঞ্চম টেস্ট শুরু হবার আগে আঙুলের চোটের কাছে হার মেনে শেষ টেস্টে দল থেকেও বাদ পড়েন অধিনায়ক রিকি পন্টিং৷ চোট খাওয়া পন্টিংয়ের বদলে দলের নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক৷ তবে তাঁর অবস্থাও সুবিধের ছিল না৷ রানের খরায় ছিলেন তিনিও৷

নতুন এই কাপ্তান মুখ খুললেন এবার৷ বললেন, অস্ট্রেলিয়ার যা অবস্থা, তাতে আর যাই হোক না কেন কেবল ব্রিটিশদের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে তাদের৷ তিনি বললেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটের হাল বেশ নাজুক৷ এক কথায় পর্বতের চূড়োয় নয়, মাটির প্রান্তে এসে নেমেছে অসিরা৷ শেষ হওযা এই টেস্ট সিরিজ থেকে একটু আধটু নয়, পুরো একশত ভাগ শিক্ষা নেবার কথাই বলেছেন নতুন এই ক্যাপ্টেন৷ তিনি বলেছেন, কেবল ব্যাটিং বা বোলিং নয়, এই টেস্ট ম্যাচগুলো আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের ফিল্ডিং এর কতটা খারাপ অবস্থা, সেটাও৷

কিন্তু নিজের খেলুড়ে কৌশল কেন কাজে লাগলো না, কেনইবা নিজে ভালো না খেলে এত গলাবাজি করছেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি ঠিকভাবে খেলতে পারিনি, কারণ ওদের বোলিং ছির মারমুখী৷

ইংল্যান্ড স্বাগতিক অস্ট্রেলিয়াকে অ্যাডেলেইড, মেলবোর্ন এবং সর্বশেষ সিডনিতে ভালভাবে পর্যুদস্ত করে হারায়৷ অপরদিকে স্বাগতিক অস্ট্রেলিয়া কেবল পার্থ টেস্টে জয়ের দেখা পেয়েছিল৷ ব্রিসবেনের প্রথম টেস্টটি শেষ হয়েছিল ড্রয়ে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক