1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই শহরে আইএস-এর হামলা

২৬ জুন ২০১৫

দু’দিন আগেই সহযোদ্ধাদের প্রতি প্রতিপক্ষের পায়ের নীচের মাটি কাঁপিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন ইসলামিক স্টের-এর (আইএস) এক মুখপাত্র৷ বৃহস্পতিবারই হামলা এবং সে হামলায় দু’টি শহরে মারা গেছে অন্তত ৮৫ জন৷

https://p.dw.com/p/1FnhN
Türkei Grenze Syrien Kobane Soldaten Kämpfe Rauch
ছবি: Getty Images/AFP

ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি ঠিক দু'দিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, চলমান যুদ্ধে তারা কিছু খণ্ডযুদ্ধে হেরে যেতে পারেন৷ তবে পাশাপাশি এ কথাও বলেছিলেন, এমন হারের মাধ্যমে কখনোই তাদের সার্বিক পরাজয় সূচিত হবে না৷ সতীর্থদের প্রতি পবিত্র রমজান মাসেই প্রতিপক্ষের ‘পায়ের নীচের মাটি কাঁপিয়ে দেয়া'-র আহ্বানও জানিয়েছিলেন তিনি৷

বৃহস্পতিবার সিরিয়ার হাসাকেহ ও কোবানি শহরে যুগপৎ হামলা চালায় আইএস৷ উত্তরাঞ্চলের শহর হাসাকেহর একাংশ এখন আইএস-এর দখলে৷ শহরের দুই অংশে এতদিন কুর্দি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর নিয়ন্ত্রণ ছিল৷

গত জানুয়ারিতে সিরিয়ার আরেক শহর কোবানি থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করেছিল কুর্দিরা৷ বৃহস্পতিবার সেই শহরেও ঢুকে পড়ে আইএস৷ কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিট ওয়াইপিজি-র এক মুখপাত্র অবশ্য বলেছেন, সরাসরি যুদ্ধ করে আইএস জঙ্গিরা কোবানিতে প্রবেশ করেনি৷ তিনি জানান, জঙ্গিরা সিরীয় বিদ্রোহীদের পোশাক পরে এবং তাদের পতাকা হাতে নিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছে৷ শহরে প্রবেশ করে প্রচণ্ড হামলা শুরু করে আইএস৷ এক প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে কিছু ভবনের দখল নিয়ে নিলেও তাদের ঘিরে ফেলার চেষ্টা করছে কুর্দিরা৷ নিজেদের রক্ষা করতে আইএস জঙ্গিরা সাধারণ মানুষকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি৷

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কোবানিতে ৩৫ জন মারা গেছে৷ অন্যদিকে হাসাকেহ-তে নিহত হয়েছে অন্তত ৫০ জন৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য