1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে বৈঠক

৯ ডিসেম্বর ২০১৫

যে দেশ তথাকথিত ইসলামিক স্টেট-কে মদদ দিচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই সৌদি আরবেই সিরিয়ার রাজনৈতিক সমাধানসূত্র খোঁজার উদ্যোগ শুরু হয়েছে৷ সিরিয়ার একাধিক বিবাদমান বিরোধী গোষ্ঠী সেখানে আপোশ আলোচনায় বসেছে৷

https://p.dw.com/p/1HJfN
ছবি: Reuters/L. Foeger

বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই দাবিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ৷ তাদের মদদদাতা দেশগুলিও এক আসাদ-মুক্ত স্থিতিশীল সিরিয়া দেখতে চায়৷ কিন্তু সেখানেই ঐক্যের শেষ৷

বিরোধী গোষ্ঠী ও তাদের সমর্থক দেশগুলির স্বার্থের সংঘাত এতকাল আসাদ প্রশাসনের বিকল্প গড়ে তোলার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে থেকেছে৷

অন্যদিকে আসাদ প্রশাসনের দুই সমর্থক দেশ রাশিয়া ও ইরান সেই সুযোগে আসাদ সহ এক সমাধানসূত্রের জন্য চাপ সৃষ্টি করছে৷ শুধু বিমান থেকে হামলা চালিয়ে আইএস-কে পরাস্ত করা যাবে না, সেটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে৷ এমনই এক প্রেক্ষাপটে সৌদি আরবে বসেছে বিরোধীদের বৈঠক৷

তবে এই বৈঠকেও সব পক্ষকে একত্র করা যায়নি৷ ‘বিক্ষুব্ধ' এই গোষ্ঠী এক বিকল্প সম্মেলন আয়োজন করেছে৷

সিরিয়ার জটিল সাম্প্রদায়িক বিভাজন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের পথে অন্তরায় বলে মনে করছেন অনেকে৷ এই অবস্থায় আসাদ-পরবর্তী যুগেও ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়ার স্বপ্ন দেখা কঠিন৷

সিরিয়ার ভবিষ্যৎ কেমন? আপনার কী মনে হয়? জানান নীচের ঘরে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য