1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় অব্যাহত বিক্ষোভ, নিহত চার সেনা সদস্য

২৯ এপ্রিল ২০১১

মধ্য মার্চ থেকে বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে সিরিয়ায়৷ বরাবরের মতো আজ শুক্রবারও জুমার নামাজের পর সরকার বিরোধী বিক্ষোভকারীরা পথে নেমে আসে৷ বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত নিন্দা সত্ত্বেও আজও বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলা৷

https://p.dw.com/p/116VI
দারা শহরে সেনা ঘাঁটিতে হামলার পর সেনা অভিযানছবি: picture alliance / dpa

শুক্রবারের বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি

রিফর্ম পার্টি অফ সিরিয়া জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দারা, দামেস্ক, লাটাকিয়া, হোমসসহ বিভিন্ন শহরে পথে নেমেছিল হাজার হাজার বিক্ষোভকারী৷ এসময় লাটাকিয়ায় বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের খবর পাওয়া গেছে৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলেও জানা গেছে৷ দারা শহরে একটি সেনা ঘাঁটিতে বিক্ষোভকারীদের হামলা হয়েছে শুক্রবার৷ এতে চার জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে আরো দুই জন৷

বিতর্কিত জরুরি আইন তুলে নিলেও বিক্ষোভ আন্দোলনে বাধা

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইতিমধ্যে সিরিয়ার বিতর্কিত জরুরি আইন তুলে নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিলেও শুক্রবার সেখানে অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করা হয়েছিল৷ তথ্যমন্ত্রী আদনান মাহমুদের সতর্কবাণী, দেশে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন৷ তবে সরকারের এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজপথে সরকার বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে সংস্কারকামী মানুষ৷ দেশটির কুর্দি আজাদি পার্টির ফেসবুক পাতায় এ পর্যন্ত চলমান আন্দোলনে সহিংসতায় নিহত ৬১৭ জনের নাম প্রকাশ করা হয়েছে৷ তবে জাতিসংঘের হিসাবে, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর পুলিশি নির্যাতনে অন্তত ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে৷ এদিকে, সিরিয়ার মুসলিম ব্রাদারহুড গোষ্ঠী বাশার আল-আসাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে৷ একইসাথে স্বৈরশাসকের কাছে মাথা নত না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাদারহুড৷

NO FLASH Syien Anti Assad Proteste
আসাদ বিরোধী বিক্ষোভছবি: AP

বিশ্ব সম্প্রদায়ের নিন্দা

অন্যদিকে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব সম্প্রদায়৷ আসাদ প্রশাসনের নির্যাতনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে শুক্রবার বৈঠকে বসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ৷ বৈঠকের খসড়া প্রস্তাবে দাবি উঠেছে বিক্ষোভকারীদের উপর চালানো নির্যাতনের ঘটনার আন্তর্জাতিক তদন্তের৷ এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার নীতি লঙ্ঘনের দায়ে আসাদ প্রশাসনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে আন্তর্জাতিক গোষ্ঠী৷ সিরিয়ার পরিস্থিতি নিয়ে শক্ত পদক্ষেপ নিতে ব্রাসেলসে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন৷ শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন৷ সিরিয়ায় সরকারি বাহিনীর নির্যাতনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান