1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ইসরায়েলের রকেট হামলা, ক্ষুব্ধ সিরিয়া

১৩ জানুয়ারি ২০১৭

সিরিয়ার রাজধানী দামাস্কাসের কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলা করেছে ইসরায়েল৷ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরীয় সেনাবাহিনী৷

https://p.dw.com/p/2Vko4
দামাস্কাস
দামাস্কাসছবি: picture alliance/AP Photo/H. Ammar

এক বিবৃতিতে এই হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে হুমকি দিয়েছে সিরীয় সেনাবাহিনী৷

দেশটির সরকারি টেলিভিশন বলছে, উত্তর ইসরায়েলের ‘সি অফ গ্যালিলি’-র কাছের একটি এলাকা থেকে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়৷ এগুলো দামাস্কাসের কাছে মেজাহ সামরিক বিমানঘাঁটিতে এসে পড়েছে৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এলিট ‘রিপাবলিকান গার্ড’ এই বিমানঘাঁটিটি ব্যবহার করে৷

সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ সব তথ্য জানায় দেশটির সরকারি টেলিভিশন৷ তবে হামলায় হতাহতের সংখ্যা জানানো হয়নি৷ অবশ্য বার্তা সংস্থা ডিপিএ সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্র দিয়ে বলছে, হামলায় চারজন নিহত হয়েছে৷

এদিকে, সিরিয়ার ভেতরে হামলার কথা স্বীকার কিংবা প্রত্যাখ্যান, কোনোটাই করেনি ইসরায়েল৷ দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘‘আমরা এ ধরনের সংবাদ নিয়ে মন্তব্য করিনা৷’’

আগেও হামলা হয়েছে

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বেশ কয়েকবারই রকেট হামলা চালিয়েছে ইসরায়েল৷ মূলত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সিরীয় সরকারকে সহায়তা করা হেজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা করেছে ইসরায়েল৷ পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহীদের সরাতে সিরীয় সেনাবাহিনীকে সহায়তা করেছে হেজবুল্লাহ৷ এই গোষ্ঠীর সঙ্গে ২০০৬ সালে যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল৷

২০১৫ সালের ডিসেম্বরে সিরিয়ায় হামলা চালিয়ে হেজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা সামির কান্তারকে হত্যা করেছিল ইসরায়েল৷ এছাড়া ঐ বছরেরই গোড়ার দিকে আকাশ থেকে হামলা চালিয়ে হেজবুল্লাহর ছয় সদস্যকে হত্যা করেছিল দেশটি৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য