1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলভারস্টোন

২৮ জুন ২০১৩

ব্রাজিলে কনফেড কাপ আর উইম্বলডনে টেনিস সত্ত্বেও ফর্মুলা ওয়ান মোটর রেসিং থেমে থাকছে না, সামনে ব্রিটিশ গ্রঁ প্রি৷ ওদিকে লিডিং ড্রাইভার সেবাস্টিয়ান ফেটেল সিলভারস্টোনে জিতেছেন মাত্র একবার, তাও ২০০৯ সালে৷

https://p.dw.com/p/18xhY
MONTREAL, QC - JUNE 08: Sebastian Vettel of Germany and Infiniti Red Bull Racing celebrates in parc ferme after finishing first during qualifying for the Canadian Formula One Grand Prix at the Circuit Gilles Villeneuve on June 8, 2013 in Montreal, Canada. (Photo by Mark Thompson/Getty Images)
ছবি: Getty Images

রেডবুলের তথা জার্মানির সেবাস্টিয়ান ফেটেল এফ-ওয়ানে বিশ্বের তরুণতম বিশ্বচ্যাম্পিয়ন৷ বিগত তিনটি মরশুমে খেতাব জেতার পর তিনি যদি এবারেও তা করতে পারেন, তাহলে তাঁর নাম উঠবে হুয়ান মানুয়েল ফাঞ্জিও ও মিশায়েল শুমাখারের মতো মহারথীদের সঙ্গে – এবং সেটা ২৫ বছর বয়সেই৷

এ মাসে ক্যানাডিয়ান গ্রঁ প্রি জেতার পর ফেটেল ফেরারি দলের ফের্নান্দো আলন্সোর চেয়ে ৩৬ পয়েন্টে এগিয়ে৷ তৃতীয় স্থানে আছেন লোটাসের ড্রাইভার কিমি রাইক্কোনেন, যিনি ফেটেলের চেয়ে ৪৪ পয়েন্ট পিছিয়ে৷ পয়েন্টের তালিকায় চতুর্থ হলেন মার্সিডিজ ড্রাইভার লিউয়িস হ্যামিল্টন, যিনি ফেটেলের থেকে ৫৫ পয়েন্ট পিছিয়ে৷ সকলেরই হাতে রয়েছে আরো ১২টি রেস৷

epa03738123 German Formula One driver Sebastian Vettel of Red Bull Racing kisses his trophy on the podium after winning the 2013 Canada Formula One Grand Prix at Gille Villeneuve circuit in Montreal, Canada, 09 June 2013. EPA/CJ GUNTHER +++(c) dpa - Bildfunk+++
সেবাস্টিয়ান ফেটেলছবি: picture-alliance/dpa

ফেটেল ব্রিটিশ গ্রঁ প্রি-র অকুস্থল সিলভারস্টোন ট্র্যাকে মাত্র একবারই জিতেছেন, ২০০৯ সালে৷ ওদিকে তিনি যে রেড বুল দলের হয়ে চালান, মিলটন কিন্স-এ তাদের ফ্যাক্ট্রি থেকে সিলভারস্টোন মাত্র ৩০ কিলোমিটার দূরে৷ কাজেই সিলভারস্টোনকে এক হিসেবে রেড বুলের হোম ট্র্যাক বলা চলে৷ কিন্তু বিগত তিন বছরের মধ্যে দু'বার ফেটেলকে দেখতে হয়েছে, কিভাবে তাঁর দলীয় সতীর্থ, অস্ট্রেলিয়ান ড্রাইভার মার্ক ওয়েবার সিলভারস্টোনে খেতাব জিতলেন৷

সিলভারস্টোন অনেকেরই ফেবারিট

সেই মার্ক ওয়েবার সদ্য ঘোষণা দিয়েছেন, তিনি এই মরশুমের শেষে রেডবুল ছেড়ে পোর্শে দলে যোগদান করছেন – হ্যাঁ, জার্মানির সুবিখ্যাত স্পোর্টস কার নির্মাতা পোর্শে, যারা এবার ফ্রান্সের ল্য মান্স-এ ২৪ ঘণ্টার মোটরর রেসে যোগ দেবে৷ ওয়েবার নাকি বেশ কয়েক বছরের চুক্তি স্বাক্ষর করেছেন পোর্শের সঙ্গে৷ কাজেই ওয়েবার যাই ভাবুন কিংবা না ভাবুন, ফেটেলের মাথায় এখন সিলভারস্টোন ছাড়া আর কিছু নেই৷ সিলভারস্টোন সম্পর্কে ফেটেলের বক্তব্য:

‘‘ইংল্যান্ডের আবহাওয়ার কথাটা বাদ দিলে সিলভারস্টোনকে গোটা মরশুমের একটা হাইলাইট বলা চলে৷ ওটা হলো আমার ফেবারিট ট্র্যাকগুলির মধ্যে একটি৷ সিলভারস্টোনের সঙ্গে শুধুমাত্র (জাপানের) সুজুকার তুলনা করা চলে৷ আর কোনো ট্র্যাকের এমন একটির পর একটি সুপারফাস্ট কর্নার নেই, সিলভারস্টোনের যেমন আছে৷''

কিমি রাইক্কোনেন-ও সিলভারস্টোনের ভক্ত৷ রাইক্কোনেন বলেছেন, ‘‘সিলভারস্টোন হল লম্বা, হাই-স্পিড কর্নার আর ‘হাই ডাউন ফোর্স লেভেলস''' – যেটা আমাদের না বুঝলেও চলে৷ মোদ্দা কথা: ‘‘সিলভারস্টোন (ফর্মুলা ওয়ানের) সবচেয়ে উচ্চগতির সার্কিটগুলির মধ্যে একটি৷ খুবই চ্যালেঞ্জিং৷ ফ্লোয়িং কর্নারগুলো দিয়ে চালাতে খুব ভালো লাগে৷''

এসি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য