1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলভার আর ব্রোঞ্জ নিয়েই খুশি জার্মানি, সোনা জিতল ব্রিটেন

২০ ফেব্রুয়ারি ২০১০

স্কেলিটন খেলায় কখনো কোন পদক জেতেনি জার্মানি৷ এই নিয়ে খানিকটা মনোকষ্ট ছিল দেশটির৷ শীতকালীন অলিম্পিকে শুক্রবার স্কেলিটনে সিলভার আর ব্রোঞ্জ পদক জিতে জার্মানির এই মনোকষ্ট ঘোচালো দুই অ্যাথলেট৷

https://p.dw.com/p/M6mW
ছবি: AP

প্রথমেই বলে নেই স্কেলিটন সম্পর্কে৷ এটি একধরণের শীতকালীন খেলা যেখানে খেলোয়াড়কে দেখা যায় বুক এবং পেটের কাছে একটি বোর্ড রেখে তার উপর ভর দিয়ে বরফাচ্ছাদিত ট্র্যাকে দ্রুতগতিতে ছুটে চলতে৷ খেলাটি বেশ উপভোগ্য হলেও বিপদজনক বটে৷ আর সেই খেলাতেই শুক্রবার বিকেলে জার্মানির ঘরে পদক এনে দিল দুই অ্যাথলেট কার্সটিন সিমকোভিক আর আনা হুবার৷

Deutsche Medaillengewinner Flash-Galerie
পদক জয়ী জার্মান দলছবি: AP

অবশ্য এবার ক্যানাডার ভ্যানকুভরে স্কেলিটন খেলায় পদক জেতার খুব একটা আশা ছিল না জার্মানির৷ এমনকি শঙ্কা ছিল ফাইনাল রাউন্ড পর্যন্তই হয়তো জেতে পারবেন না জার্মান দল৷ কিন্তু প্রথম তিনবারের চেষ্টায় জার্মান অ্যাথলটরা চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকলেও, চতুর্থ এবং ফাইনাল রাউন্ডে তারা টপকে যায় মার্কিন ও ক্যানাডিয়ান অ্যাথলেটদের৷ এই প্রসঙ্গে কার্সটিন এর মন্তব্য, আমি এই জয়ের জন্য দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছি৷ পদক গ্রহণের আগ মুহুর্তে তিনি সাংবাদিকদের আরো বলেন, আমি জানতাম যদি চারবার ধারাবাহিকভাবে একই গতিতে ছুটতে পারি তাহলে যেকোন কিছুই সম্ভব৷

Deutsche Medaillengewinner Flash-Galerie
উচ্ছ্বসিত কার্সটিনছবি: AP

অপর অ্যাথলেট হুবার এর ভাষায়, তৃতীয় চেষ্টার পর মনে হয়েছিল জয় বোধহয় আর সম্ভব নয়৷

এদিকে, স্কেলিটনে সোনা জয় ব্রিটেনের জন্যও ছিল এক রেকর্ড৷ দেশটির অ্যাথলেট এমি উইলিয়ামস এই খেলায় ব্রিটেনের পক্ষে প্রথম জয় এনে দিলেন৷ ১৯৮০ সালের পর শীতকালীন অলিম্পিকে এটাই ব্যক্তিগত পর্যায়ে ব্রিটেনের প্রথম সোনা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ