1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চলছে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ মার্চ ২০১৭

সিলেটের আতিয়া মহলে এখনো অভিযান চলছে৷ সোমবার সকালে আবারও বেশ কিছু সময় থেমে থেমে গুলি এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে৷

https://p.dw.com/p/2ZxNi
Bangladesch Razzia in Sylhet
ছবি: Getty Images/AFP

রোববার বিকালে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানিয়েছিলেন, আতিয়া মহল নামের ওই বাড়িতে অন্তত দুই জঙ্গি মারা পড়েছে এবং ভেতরে আরও জঙ্গি রয়েছে বলে তাদের ধারণা৷ শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় সেনাবাহিনীর জঙ্গি আস্তানায় কমান্ডো অভিযানের প্রথম পর্যায়ের ব্রিফিং শেষে সেখান থেকে মাত্র ৬০ গজ দূরে একটি বোমার বিস্ফোরণ ঘটে৷ এর কিছুক্ষণ পরেই কাছের পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেক দফা বোমা বিস্ফোরণ হয়৷ ওই জোড়া বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হন৷

প্রসঙ্গত, সিলেটের শিববাড়ি এলকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘আতিয়া মহল' নামে একটি বাড়ি শুক্রবার পুলিশ ঘেরাও করে৷ শনিবার সকালে সেনাবাহিনীর প্যারা ট্রুপার কমান্ডোরা ওই ৫ তলা ভবনে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চালায়৷ ভবনটির নীচতলায় জঙ্গিরা অবস্থান করছিল৷ বিকেলে নাগাদ সেখান থেকে উদ্ধার করা হয় ২৭ নারী ও ২১ শিশুসহ ৭৮ জনকে৷ সেসময় গুলি আর বোমার শব্দ শোনা যায়৷

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান রবিবার জঙ্গিদের আটকে ফের অভিযানের ঘেষণা দিয়ে রাতের মত অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করেন৷ এর পরপরই ওই জায়গা থেকে মাত্র ৬০ গজ দূরে বোমা বিস্ফোরণ ঘটে৷ সেখানে প্রচুর উৎসুক মানুষের ভিড় ছিল৷

এরপর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে৷ পুলিশ জানিয়েছে দু'টি বোমাই ছিল শক্তিশালী৷ বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু ফয়সাল এবং স্থানীয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপু৷ বাকিদের পরিচয় এখনো জানা যায়নি৷

বোমা বিস্ফোরণের সময় কাছেই থাকা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্দুল্লাহ আল রাফি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব্রিফিং শেষ হওয়ার পরই আমরা বিস্ফোরণের বিকট শব্দ পাই৷ পরে আরো একটি বোমা হামলা হয়৷ আমরা শিববাড়ি এলাকায় চারটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখি৷ হামলার পর সেখানে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়৷''

তিনি বলেন, ‘‘সিলেট শহরে এখন ভয় আর আতঙ্ক৷ এমন ঘটনা ঘটতে পারে তা কারুর চিন্তায়ও ছিলনা৷ ঘটনার পরপরই শহরের দোকান পাট বন্ধ হয়ে যায়৷ যানবাহন চলাচল সীমিত হয়ে আসে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য