1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইচবক্স খারাপ, হলনা ওড়া শূণ্যে

৩ মে ২০১১

ওড়া বেশ পিছিয়ে গেল এন্ডেভারের৷ এবার একটা জরুরি সুইচ বক্সে গোলমাল৷ সেটা সারাতে লেগে যাবে ছয়দিন, কম করেও৷

https://p.dw.com/p/117uc
নাসার ফ্লোরিডার এই দপ্তরেই মহাকাশযানেদের তৈরি করা হয়৷ছবি: AP

মার্কিন মহাকাশযান এন্ডেভার তার শেষবার মহাশূণ্য যাত্রার কাজটা নির্বিঘ্নে করতে পারছে না কিছুতেই৷ তার মহাশূণ্যে যাত্রার কথা ছিল গত শুক্রবার৷ সেদিন খোদ প্রেসিডেন্ট বারাক ওবামারও আসার কথা ছিল তাকে বিদায় জানাতে৷ কিন্তু সুইচ বক্সে গোলযোগ দেখা দেওয়ায় সে এখনও মাটিতেই৷ এঞ্জিনিয়াররা বলছেন, সারাতে লেগে যাবে আরও অন্তত ছয়দিন৷

তার অর্থ মে মাসের আট তারিখ নাগাদ এন্ডেভারের রেডি হয়ে যাওয়া উচিত মহাশূণ্যে উড়ে যাওয়ার জন্য৷ এঞ্জিনিয়াররা কিন্তু সেকথার সমর্থন করেন নি৷ তাঁদের বক্তব্য, মহাকাশযানের আকাশে ওড়ার জন্য প্রয়োজনীয় হাইড্রলিক পাওয়ার ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি সুইচবক্সের মধ্যে একটি বিগড়েছে একেবারে শেষ মুহূর্তে৷ সেটাকে পুরোদস্তুর সারাতেই লেগে যাবে আট তারিখ পর্যন্ত সময়৷ তারপর কবে এন্ডেভার মহাশূণ্যে যাত্রা করতে পারবে, তা এখন থেকে বলা মুশকিল৷

এই শেষবার মহাশূণ্যে যাচ্ছে এন্ডেভার৷ নাসার পুরানো মহাকাশযানের সিরিজের এই মহাশূণ্য ফেরি এবারে আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে মহাশূণ্যে পাড়ি দেবে৷ ফিরে এসে তার জায়গা হবে জাদুঘরে৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:   আরাফাতুল ইসলাম