1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনে সম্প্রদান নিয়ে রাজকীয় সমস্যা

২৬ মে ২০১০

রাজকন্যা ভিক্টোরিয়া বিয়ে করবেন আগামী ১৯শে জুন৷ তিনি চান, তাঁর বাবা রাজা কার্ল ষোড়শ গুস্তাফ গির্জায় হবু স্বামী ড্যানিয়েল ওয়েস্টলিং-এর হাতে তাঁকে তুলে দিন৷ যা কিনা সুইডিশ আচারের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/NX2i
হবু স্বামী ড্যানিয়েল ওয়েস্টলিংকে সঙ্গে নিয়ে রাজকন্যা ভিক্টোরিয়াছবি: picture-alliance/ dpa

ভাবা যায়? ৩২ বছর বয়সী ভিক্টোরিয়া চান বাবা তাঁকে সম্প্রদান করুন৷ কিন্তু সুইডেনের আর্চবিশপ আন্ডার্স ওয়াইরিড স্বয়ং তার বিরোধী৷ ওদিকে স্টকহল্মের স্টরকির্কান চার্চে বিবাহ অনুষ্ঠানের হোতাই হবেন এই আর্চবিশপ৷ আর্চবিশপের বক্তব্য হল, বাবার দ্বারা মেয়েকে সম্প্রদানের প্রথাটা সুইডেনে নতুন এবং সুইডিশ গির্জায় মাঝে মাঝে ঘটে থাকে বটে৷ কিন্তু তাঁর মতে স্বামী এবং স্ত্রীর সমানাধিকারের ক্ষেত্রে সুইডিশ প্রথা দ্ব্যর্থহীন: বর-কন্যে পাশাপাশি হেঁটে অল্টার, মানে গির্জার বেদীর দিকে যাবে৷

বলে রাখা দরকার, সুইডেন কিন্তু জেন্ডার ইকোয়ালিটি, মানে স্ত্রী-পুরুষের সমানাধিকারের জন্য খ্যাত৷ কাজেই এবার ঐতিহ্যপ্রিয় সনাতনপন্থীরা জোট বেঁধেছেন অত্যাধুনিক নারীবাদীদের সাথে: হলিউড ফিল্মের কায়দায় ও'ভাবে কন্যা সম্প্রদান করা চলবে না৷

এ' তো গেল প্রথম সমস্যা৷ দ্বিতীয় সমস্যা হল বিয়ের খরচ, যা আসবে সুইডিশ করদাতাদের ট্যাঁক থেকে৷ অনুষ্ঠানের খরচ-খরচা ধরা হয়েছে বিশ লক্ষ ইউরো৷ তার ওপরে আছে স্টরকির্কান গির্জাটি মেরামত এবং সাজানো-গোছানোর খরচ৷ যে হাগা প্রাসাদে নবদম্পতি থাকবে, সেটিকে বাসযোগ্য করে তোলার খরচ৷ সরকার যা বরাদ্দ করেছে, রাজা কার্ল গুস্তাফ তার বাড়তি খরচ নিজে দেবেন বলেও জনতার রোষ থেকে রেহাই পাননি৷ কেননা তাঁর ভাড়ারের সব ক্রোনর'ই তো আসে সরকারি তহবিল থেকে৷ বরং এই বিয়ের হুজুগে সুইডেনে আবার প্রজাতন্ত্র সমর্থকরা মাথা চাড়া দিয়েছে, ইন্টারনেটে নানা ধরণের স্বাক্ষর অভিযান শুরু হয়েছে৷

সমস্যার পর সমস্যা৷ রাজকন্যে ভিক্টোরিয়ার হবু স্বামী হলেন একটি অভিজাত জিম'এর মালিক৷ গত বছর তাঁর একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশন হয়৷ এখন গুজব উঠেছে, ঐ কিডনি বদলানো থেকে তাঁর নাকি একটি দুরারোগ্য ইনফেকশন হয়েছে৷ ওদিকে তাঁর এবং রাজকন্যা ভিক্টোরিয়ার সন্তানই তো কালে সুইডেনের রাজসিংহাসনে বসবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার