সুচিত্রা সেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত | পাঠক ভাবনা | DW | 21.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সুচিত্রা সেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত

আমি সহ আমার শ্রোতাসংঘের সবাই গভীরভাবে শোকাহত বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে৷ যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না, যেমন করে ফিরে আসবেন না সুচিত্রা সেন৷

চিরবিদায় নিয়ে চলে গেছেন অভিনেত্রী সুচিত্রা সেন৷ বাংলার চলচ্চিত্রের বুকে সুচিত্রা সেনের স্মৃতি যুগ যুগ ধরে বেঁচে থাকবে তাঁর ভক্তদের হৃদয়ে৷ কুমিল্লার নাংগলকোট থেকে লিখেছেন সোহাগ বেপারী৷

ডয়চে ভেলের সাথে ওয়েবসাইটের মাধ্যমে আমি সব সময় আছি৷ সেই সাথে পেয়ে যাচ্ছি নজর কাড়া সাম্প্রতিকতম সব তথ্য৷ এভাবেই তাঁর ই-মেলটি শুরু করেছেন বন্ধু সুভাষ চক্রবর্তী৷ তিনি আরো লিখেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তি, খেলাধুলার উপর সর্বশেষ আলোকপাত খুব ভালো লাগছে৷ এছাড়া ভারতীয়দের জন্য জার্মান ভিসা পাওয়ার পদ্ধতি সহজ করার খবরটি খুবই আশাপ্রদ, বেশ খুশি হলাম জেনে৷

‘প্রথম বিশ্বযুদ্ধের শত বছর' পরিবেশনাটি বেশ ভালো লাগলো৷ এই পরিবেশনের শেষ কয়েকটি কথা ছিল খুবই অর্থবহ – আর যুদ্ধ নয়৷ সম্প্রীতি, সমঝোতা ও আলাপ-আলোচনাই দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে৷ এটাই হলো আজকের দিনের মূলমন্ত্র৷ এর জন্য ইউরোপকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে৷

আনা ফ্রাংককে নিয়ে জার্মানিতে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগকে স্বাগত৷ এর ফলে এই প্রজন্মের মানুষ তাঁর সম্পর্কে অনেক না জানা কথা জানতে পারবে৷ আর বিশেষ আকর্ষণ অন্বেষণ-এর প্রতিটি পর্ব কখনোই না দেখে, না শুনে পারা যায় না৷ এর আকর্ষণ যে দুর্বার৷

জানতে ইচ্ছা করে জার্মানির নতুন জোট সরকারের রাজনৈতিক ও বৈদেশিক নীতিমালার নজর দেওয়া দিকগুলি সম্পর্কে৷ তাছাড়া জানতে চাই ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেওয়া জার্মানির স্থানগুলি সম্পর্কে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন