1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে গণভোট: প্রাণ হারিয়েছে ২৩ জন

১০ জানুয়ারি ২০১১

আফ্রিকার সর্ববৃহৎ দেশ সুদানের খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটের দ্বিতীয় দিনে ভোট গ্রহণ চলছে৷ নির্বাচনের এই সময়ে আরব বেদুইনদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে৷

https://p.dw.com/p/zvhN
ছবি: picture alliance/dpa

গতকাল রবিবার ভোট গ্রহণের প্রথম দিনে দক্ষিণের রাজধানী জুবাতে ভোটকেন্দ্রগুলোর সামনে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন৷ যারা ভোট দিতে পারেননি তারা আজ ভোট দিচ্ছেন৷ এক সপ্তাহ ধরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে৷

প্রায় ৩ হাজার বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে৷ বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে উল্লেখ করা হলেও সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, উত্তর ও দক্ষিণের সীমান্তে তেল সমৃদ্ধ অ্যাবেই অঞ্চলে আরব বেদুইন এবং আদিবাসীদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত৷ আর এই দ্বন্দ্বের ফলে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন বলে খবর৷ উল্লেখ্য, এ ভোটের ফলে সুদান যদি দু'ভাগে বিভক্ত হয়, তাহলে তেলের বিশাল ভাণ্ডার বলে খ্যাত দক্ষিণ সুদান হবে পৃথিবীর নবীনতম দেশ৷

১৯৫৫ সালে শুরু হওয়া দু'দশক ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর ২০০৫ সালে সুদানের দুই অংশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এ গণভোট অনুষ্ঠিত হচ্ছে৷ গৃহযুদ্ধে ২০ লাখ মানুষ নিহত এবং আরো ৪০ লাখ মানুষ সুদান ছেড়ে যেতে বাধ্য হয়৷ নিহত এবং দেশত্যাগীদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের অধিবাসী৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী