1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপার শেরপার একুশ বার এভারেস্ট জয়

১২ মে ২০১১

বয়স তাঁর ৫১৷ এই বয়সে সবচেয়ে বেশিবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের শীর্ষে উঠে নতুন রেকর্ড সৃষ্টি করলেন তিনি৷ নাম তাঁর আপা শেরপা৷

https://p.dw.com/p/11Dyy
আপা শেরপাছবি: Stefan Nestler

হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় লেখা আছে, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'৷ কিন্তু সবকিছু কি যৌবনে হয়, বার্ধক্যে তা কী নয়? আসলে প্রয়োজন মন আর সেই মনের কল্যাণে জমে থাকা অদম্য সাহস৷ আপা শেরপা এমনি একজন৷ এই নেপালি ৫১ বছর বয়সে ২১তম বার এভারেস্ট আরোহণ করলেন গতকাল বুধবার৷নিজের রেকর্ডটি নিজেই ভাঙলেন এই শেরপা৷

এই মৌসুমকে বলা হয় এভারেস্টে ওঠার শ্রেষ্ঠ সময়৷ আবহাওয়ার সেই সুযোগই নিয়েছেন তিনি৷ তিনিই হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ২১ বার উঠলেন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতে৷ আপা প্রথম এ পবর্ত শৃঙ্গ জয় করেছিলেন ১৯৯০ সালে৷ তখন তাঁর বয়স ছিল ২০ বছর৷

তাঁকে সুপার শেরপা হিসাবেই খেতাব দিয়েছেন সকলে৷ তিন হাজারেরও বেশি পর্বোতারোহী ইতিমধ্যে আট হাজার ৮৪৮ মিটার উচ্চ এভারেস্ট আরোহণ করলেও যে দু'জন প্রথম এভারেস্ট জয় করেন, তারা হলেন এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং৷ ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট পবর্ত শৃঙ্গে আরোহণ করেছিলেন তাঁরা৷ আপা শেরপা তাঁর গত অভিযানের সময়ে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারির দেহভস্ম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ছড়িয়ে দিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন৷

Apa Sherpa Mount Everest Rekord Bergsteiger Flash-Galerie
এভারেস্ট শঋঙ্গের সামনে আপা শেরপা (২০১০ সালের পর্বতারোহণ)ছবি: picture-alliance/dpa

এবার তিনি আবারো সংবাদ মাধ্যমের দৃষ্টি কাড়লেন৷ এই সাহসী অভিযাত্রী হিমালয় থেকে আর্বজনা পরিষ্কারের আন্দোলন শুরু করেছেন এরই মধ্যে৷ আর জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর আন্দোলনেও জড়িয়ে আছেন তিনি৷

এই সুখ সংবাদের মাঝে হিমালয় থেকে এসেছে একটি দুঃসংবাদ৷ নেপালের সাবেক পররাষ্ট্র মন্ত্রী শৈলেন্দ্র কুমার উপাধ্যায়, যাঁর বয়স হয়েছিল ৮২ বছর, তিনি চেষ্টা করেছিলেন হিমালয় আরোহণের৷ সবচেয়ে বয়সি পর্বতারোহী হবার স্বপ্ন ছিল তাঁর৷ কিন্তু তিনি তা পারেননি৷ গত সোমবার তিনি এক নম্বর ক্যাম্প থেকে অভিযান শুরুর একঘন্টা বাদেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান৷ ফলে তাঁর সে স্বপ্ন আর পূরণ হয়নি৷

তাই সবচেয়ে বয়সি পর্বোতারোহী হিসাবে থেকে গেল মিন বাহাদুর শেরচানের নাম৷ ৭৬ বছর বয়সে তিনি এভারেস্ট জয় করেছিলেন৷ আর মারা গেছেন গত তিন বছর আগে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য