1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুমেরু প্রভার দেখা মেলে না সহজে

হোল্ম ভেবার/এআই১ মার্চ ২০১৪

নর্দান লাইট কিংবা সুমেরু প্রভার কথা নিশ্চয়ই শুনেছেন আপনারা৷ কেউ কেউ হয়ত দেখেছেনও৷ নরওয়েতে খুব সহজে কিন্তু এই আলোকচ্ছটার দেখা মেলে না৷ বর্ণিল আলোর খেলা দেখতে চাইলে তীব্র শীতে রাত জেগে অপেক্ষা করতে হয়৷

https://p.dw.com/p/1BHPy
আকাশে বর্ণিল আলোর খেলাছবি: picture alliance/WILDLIFE

রাতের বেলা ট্রমসোর আকাশে থাকে রঙিন আলোর খেলা, যার নাম নর্দার্ন লাইটস বা সুমেরু প্রভা৷ আর দিনের বেলা সেই আলোর দেখা মেলে প্ল্যানেটরিয়ামে, ‘এক্সপেরিয়েন্স দ্য অরোরা' শিরোনামে৷ তবে অনেকেই রাতের আকাশে বর্ণিল এই আলোকচ্ছটা সরাসরি উপভোগ করতে চান৷ এ জন্য তুষার ঢাকা বিরূপ আবহাওয়াতেও রাতেরবেলা জেগে থাকেন তাঁরা৷ সুমেরু প্রভা দেখতে বাসে চড়ে চলে যান শহরের বাইরের দিকে৷

ট্যুর গাইড কারিনা ভাইনশেঙ্কও সুমেরু প্রভার খোঁজে প্রতিদিন সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হন৷ তবে প্রতি রাতেই যে তা দেখা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই৷

প্রাকৃতিক আলোর খেলা উপভোগ করতে হয় অন্ধকার পরিবেশে৷ তাই শহরের বাইরে চলে যান পর্যটকরা৷ আকাশ মেঘমুক্ত থাকলে সুমেরু প্রভা সহজে ফুটে ওঠে৷ কারিনা ভাইনশেঙ্ক বলেন, ‘‘ছবি তুলতে চাইলে শুরুতে কোনো একটি পাহাড়ের দিকে ফোকাস ঠিক করতে হবে৷ আর পাহাড় এখান থেকে অনেক দূরে৷ তাই ‘ইনফিনিটি সেটিংস' না থাকলে – শুধু পাহাড়ের দিকে ফোকাস করলেই চলবে৷ ক্যামেরায় পাহাড়ের ছবি পরিষ্কারভাবে উঠলে পরবর্তীতে সুমেরু প্রভার ছবিও উঠবে৷''

কারিনা ভাইনশেঙ্কের তোলা সুমেরু প্রভার ছবি পর্যটকদেরও ছবি তুলতে আকৃষ্ট করে৷ তবে এ জন্য শুরুতে কিছু পরামর্শ দরকার হয়৷ তিনি বলেন, ‘‘আকাশ পরিষ্কার থাকলে মাঝে মাঝে সুমেরু প্রভা দেখা যায়৷ কিন্তু সব সময় নয়৷ সবচেয়ে স্বল্প সময়ের যে আলোকচ্ছটা আমি দেখেছি, তার স্থায়িত্ব ছিল পাঁচ মিনিট৷ তবে আলোর খেলা সারারাত বা আধ ঘণ্টাও স্থায়ী হতে পারে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য