1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনানিবাসের বাড়ির মালামাল সরানো হতে পারে আজ

৩ ডিসেম্বর ২০১০

আগামী ৫, ৭ ও ৯ই ডিসেম্বর সারাদেশে মিছিল সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি৷ ৩০শে নভেম্বরের হরতালের পর বৃহস্পতিবার বিকেলে ডাকা মুক্তাঙ্গনের সামাবেশ থেকে এই কর্মসূচি দেয়া হয়৷

https://p.dw.com/p/QObl
বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

তবে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ভবিষ্যতে যখন প্রয়োজন তখন হরতাল দেবে বিএনপি কারণ হরতাল ছাড়া সরকারের টনক নড়ে না৷ একই সমাবেশে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান প্রধান বিচারপতিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চায় সরকার৷ কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না৷ বিএনপি তা হতে দেবে না৷

অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই মালামাল সরানো হচ্ছে৷ মালামাল সরানোর বিষয়টি তাঁকে জানান হয়নি৷ খবর পেয়ে খালেদা জিয়ার আইনজীবী সেখানে যেতে চাইলে যেতে দেয়া হয়নি৷ কী কী মালামাল সরানো হয়েছে তা অবশ্য বলতে পারেননি মাহবুব উদ্দিন খোকন৷

তবে একাধিক সূত্র জানায়, সেনানিবাসের বাড়িটি ভাঙ্গার কাজ শুরু হয়েছে৷ খালেদার মালামাল সরানো হয়নি৷ জানা গেছে, শুক্র অথবা শনিবারের মধ্যে খালেদা জিয়ার মালামাল সরানো হতে পারে৷ এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে৷ মালামাল সরনোর জন্য সবপক্ষকে চিঠি দেওয়া হয়েছে৷ আইনি লড়াইয়ে হেরে গত ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান