1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা মোতায়েনে সচল হল চট্টগ্রাম বন্দর

১৪ অক্টোবর ২০১০

চট্টগ্রাম সমুদ্র বন্দরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে আবার কাজ-কর্ম শুরু হয়েছে৷ বুধবার রাতে সাধারণ ও কন্টেইনার জেটির কার্যক্রম শুরু হয়৷

https://p.dw.com/p/PdlD
ছবি: public domain

এর আগে ১৪৪ ধারা জারি এবং সেনা মোতায়েনের ঘোষণার পর বন্দর এলাকায় শ্রমিকরা নিষেধাজ্ঞা ভঙ্গ করে সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যায় সেনাবাহিনী মোতায়েন করা হয়৷ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি চট্টগ্রামে অবস্থান করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছেন৷ তিনি সংবাদ মাধ্যমকে জানান, একটি মহল চট্টগ্রাম সমুদ্রবন্দর অচল করে দেয়ার ষড়যন্ত্র করছিল৷ তাই বন্দর সচল রাখতে ১৪৪ ধারা জারি এবং সেনা মোতায়েনের কোন বিকল্প ছিলনা৷

চ্ট্টগ্রামের পুলিশ কমিশনার আবুল কাশেম জানিয়েছেন, বন্দর এলাকায় সভা-সমাবেশের উপর এই নিষেধাজ্ঞা জনসাধারণের চলাচল এবং যানবাহনের উপর কোন প্রভাব ফেলবে না৷

বার্থ আপারেটর নিয়োগ এবং শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে দ্বন্দ্বের কারণে গত শুক্রবার থেকে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়৷

নৌ পরিবহন মন্ত্রী শ্রমিকদের দাবিগুলো মেনে নেবার ঘোষণা দিয়েছেন৷ তাদের দাবির মধ্যে রয়েছে, পরিচয় পত্র প্রদান, বন্দর কর্তৃপক্ষ যে বেতন দিত বার্থ অপরেটর কর্তৃক সেই বেতন প্রদান, উৎসব, কল্যাণ ভাতা দেয়া ইত্যাদি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার