1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেবাস্টিয়ান ফেটেলের জন্য ভালোবাসার নামের সন্ধান

১৬ নভেম্বর ২০১০

কোন নামে ডাকা যায় তাঁকে? জার্মানরা তাঁর জন্য একটি আদরের নাম খুঁজছেন৷ বলছিলাম, ফর্মুলা ওয়ান রাজত্বের সবচেয়ে ছোট্ট রাজার কথা৷ মানে সেবাস্টিয়ান ফেটেলের কথা৷ যিনি রবিবার জিতে নিলেন আবু ধাবি গ্র্যান্ড প্রিক্সের শিরোপা৷

https://p.dw.com/p/QA1C
সেবাস্টিয়ান ফেটেলছবি: AP

২০০৬ সালে জার্মানির মিশায়েল শুমাখার সর্বশেষ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন৷ এরপর জার্মানির কেউ ফর্মুলা ওয়ানের চ্যাম্পিয়ন হয়ে স্যাম্পেন ছেটাতে পারেন নি৷ স্বপ্ন ছিল অনেকের৷ বেশি স্বপ্নটা ছিল বোধ হয় সেবাস্টিয়ান ফেটেলেরই৷ কিন্তু কখনো গাড়ির ইঞ্জিনে আগুন কখনোবা চাকা নষ্ট হয়ে যাওয়া বা ভাইরাস জ্বর, ইত্যাদি নানা সমস্যায় জেতা হয়ে উঠছিল না৷ চার বছর পর শুমাখারের উত্তরসূরি হিসেবে সেবাস্টিয়ান ফেটেল প্রমাণ করলেন যে তিনিই সেরা৷

মাত্র ২৩ বছর বয়স রেড বুলের এই খেলোয়াড়ের৷ ফর্মুলা ওয়ানের ৬১ বছরের ইতিহাসে এত কম বয়সি কোন খেলোয়াড় চ্যাম্পিয়নের শিরোপাটি লাভ করেনি৷ তাই তাঁর জন্য ভালোবাসার নাম কী হতে পারে সেটাই খুঁজছেন জার্মানরা৷

পঞ্চদশ শতকে সন্ত কবীরদাসের হিন্দীতে রচিত দোহা বা দুই পঙত্তির কবিতার বাংলা পদ্যানুবাদ করেছেন অনেকেই৷ সেই হিন্দী ভাষী কবি লিখেছিলেন, ‘‘গাড়ি মানে যার গেড়ে বসে থাকার কথা, কিন্তু বিস্ময় এই যে ‘চলতি কা নাম গাড়ি!'' এই গাড়ি নিয়েই যে খেলাটা দেখালেন ফেটেল, তা যেন অব্যাহত থাকে, সেটাই এখন সকলের প্রত্যাশা৷ তাই জার্মানরা বলছেন, শোন হে তরুণ, তোমাকে কিন্তু শুমাখারের চেয়েও ভালো করতে হবে! তাই চল, চলতে শুরু করো বাতাসের বেগে!

যাহোক এবার দুবাই থেকে সরাসরি রেড বুলের ভিয়েনা অফিসের দিকে যেতে বিমান ধরেছেন ফেটেল৷ সেখানে তার এই বিজয়কে বিশেষভাবে উদযাপন করা হবে৷ নাচে গানে ভরপুর এক অনুষ্ঠান হবে ভিয়েনায়৷ আর দেশে ফিরে আসার পর ভক্তরা স্বাগত জানাবেন অটোওয়াল্ডের নতুন সম্রাটকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম