1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমিফাইনালে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি উরুগুয়ে

৬ জুলাই ২০১০

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ফোরলানের সামনে রবেন স্নাইডার৷ আগামীকাল জার্মানি আর স্পেনের সেমিফাইনালের পর এবারের চূড়ান্ত দুই টিম স্থির হয়ে যাবে৷

https://p.dw.com/p/OBPu
আজ উরুগুয়ের অন্যতম ভরসা এই দিয়েগো ফোরলান৷ছবি: AP

নেদারল্যান্ডস ও উরুগুয়ের বেশ কয়েকজন খেলোয়াড় আগের ম্যাচে হলুদ কার্ড দেখার ফলে সেমিফাইনালে খেলতে পারবেন না৷ তার ওপর উরুগুয়ের কয়েকজন খেলোয়াড় আহত থাকায় শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে৷ এমনকি খোদ অধিনায়ক দিয়েগো লুগানো পর্যন্ত আহত এবং মাঠের বাইরে থাকারই সম্ভাবনা বেশি৷

অন্যদিকে স্পেন এই প্রথম বিশ্বকাপে অনেকটাই এগোতে পেরেছে৷ দুই বছর আগে ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ার সময় জার্মানিকে হারাতে পারলেও বিশ্বকাপের আসরে সেই সাফল্যের পুনরাবৃত্তি হবে কি না, সেটা অবশ্যই মিলিয়ন ডলারের প্রশ্ন৷ দক্ষিণ আফ্রিকায় স্পেনের সাফল্য সত্যি নজরকাড়া৷ যাকে বলে অনেকটাই চমকে দেওয়ার মত৷ শুরু থেকেই এই দলকে ঘিরে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিলো৷ অন্যদিকে জার্মান দলের খেলা সব প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে গেছে৷ ফলে সেমিফাইনালে কী হবে, সেবিষয়ে বিশেষজ্ঞরাও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না৷ জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ স্পেন দলের প্রশংসা করছেন৷ তিনি বলেছেন, স্প্যানিশ দলে একজন দুজন নয়, একাধিক মেসি রয়েছে৷ অন্যদিকে স্প্যানিশ কোচ ভিনসেন্তে দেল বস্কে'ও জার্মানির প্রশংসা করছেন৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Viertelfinale Niederlande vs Brasilien
গোল করার পর কুইর্টের কোলে স্নাইডার, পাশে রবেন৷ ডাচ ফুটবলের দুই স্তম্ভ৷ছবি: AP

তবে মাঠে স্পেনের কৌশল একই রকম হওয়ায় তাদের সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে৷ অন্যদিকে জার্মান দল প্রায়ই কৌশল বদলে চলায় সেমিফাইনালে তাদের কৌশল কী হবে, তা পূর্ববাণী করা কঠিন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়