1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ফুটবলার রোনাল্ডো

১০ জানুয়ারি ২০১৭

দেশ আর ক্লাবের হয়ে ইউরোপের সেরা হয়েছেন৷ তাই লিওনেল মেসিকে পেছনে ফেলে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হবেন সেটি অনেকে ধরেই নিয়েছিলেন৷

https://p.dw.com/p/2VYXK
ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো
ছবি: Reuters/R. Sprich

হলোও তাই৷ সোমবার জুরিখে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' হিসেবে পর্তুগাল আর রেয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডোর নামই উচ্চারিত হলো৷ বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ এবং নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের ভোটে রোনাল্ডোই সেরা ফুটবলার হলেন৷ তিনি ভোট পেয়েছেন ৩৪.৫ শতাংশ আর মেসি পেয়েছেন ২৬.৪ শতাংশ৷

২০১৬ সালে রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জেতার পেছনে রোনাল্ডোর ১২ ম্যাচে করা ১৬ গোলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ পর্তুগালের ইউরোপ সেরা হওয়ার ম্যাচে, অর্থাৎ ইউরো ২০১৬ প্রতিযোগিতার ফাইনালে ম্যাচ শুরুর কিছুক্ষণ পর আহত হয়ে মাঠ ছাড়তে হলেও বাইরে থেকে সতীর্থদের সমর্থন দেয়া রোনাল্ডোর ছবি ফুটবলপ্রেমীদের চোখে আটকে থাকবে অনেকদিন৷

রোনাল্ডো নিজেও মানছেন ২০১৬ সালই ছিল তাঁর ক্যারিয়ারের সেরা বছর৷ পুরস্কার নেয়ার পর সেটি বলেছেনও তিনি৷ নিজের এই সাফল্যের পেছনে দেশ ও ক্লাবে তাঁর সঙ্গে খেলা সহ-ফুটবলার ও কোচ এবং সমর্থকদের অবদানের কথাও স্মরণ করেছেন রোনাল্ডো৷

বুধবার বার্সেলোনার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না মেসি৷ তবে মেসি থাকলে ভালো লাগত বলে জানিয়েছেন রোনাল্ডো৷

রোনাল্ডো, মেসি যাদের ভোট দিয়েছেন

একেকজন ভোটার তিনজনকে ভোট দিতে পারেন৷ পর্তুগাল আর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ায় তাঁরা দু'জনও ভোট দিয়েছেন৷ রোনাল্ডোর সেরা তিন খেলোয়াড় হলেন রেয়ালে তাঁর সতীর্থ বেল, মডরিচ আর রামোস৷ আর মেসি সেরা হিসেবে বেছে নিয়েছেন নিজের দল বার্সেলোনারই তিন খেলোয়াড় সুয়ারেজ, নেইমার আর ইনিয়েস্তাকে৷

সেরা কোচ

রেয়াল মাদ্রিদের জিদান আর পর্তুগালের কোচ সান্তোসকে হারিয়ে সেরা কোচ নির্বাচিত হয়েছেন সবাইকে অবাক করে দিয়ে ইংলিশ প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটির কোচ ক্লাওদিও রাইনেরি৷

সেরা জার্মান ক্রোস

জার্মানির অধিনায়ক মানুয়েল নয়ারের সেরা তিন ফুটবলার টোনি ক্রোস, ও্যজিল আর লেভান্ডোস্কি৷ কোচ ইওয়াখিম ল্যোভের প্রিয় ক্রোস, ও্যজিল আর নয়ার৷ ফিফার সেরা খেলোয়াড়ের তালিকাতেও জার্মান ফুটবলারদের মধ্যে সবার ওপরে আছেন ক্রোস৷ ১.২৫ শতাংশ ভোট পেয়ে তিনি আছেন দশম স্থানে৷

মেসির ভাস্কর্য ভাঙচুর

সোমবার রোনাল্ডোর কাছে ফিফার সেরা ফুটবলারের খেতাব হারানো ছাড়াও মেসি সমর্থকদের জন্য আরেকটি খারাপ সংবাদ এসেছে৷ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি পার্কে থাকা মেসির ভাস্কর্য কেউ ভেঙে ফেলেছে! শহর কর্তৃপক্ষ সোমবার জানায়, ভাস্কর্যের মাথার অংশটি কে বা কারা ভাঙচুর করেছে৷ এখন আছে শুধু দুই পা আর বল৷ শিগগিরই মূর্তিটি সংস্কার করা হবে বলে জানানো হয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান