1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোচি অলিম্পিক

১৫ জানুয়ারি ২০১৪

সোচি অলিম্পিক নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টানাপোড়েন চলছেই৷ এরই জেরে এবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এক মার্কিন সাংবাদিকের উপর, যাঁর ফেব্রুয়ারির শীতকালীন অলিম্পিক নিয়ে সংবাদ সংগ্রহের কথা ছিল৷

https://p.dw.com/p/1AqVV
ছবি: picture-alliance/maxppp

ইউক্রেনের বিক্ষোভ নিয়ে রিপোর্ট করায় সাংবাদিক ডেভিড সাত্তারের উপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ শীতল যুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সাংবাদিকের উপর নিষেধাজ্ঞার ঘটনা ঘটলো৷ ডেভিড লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি-কে ই-মেলে জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাঁর উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এছাড়া আর কোনো কারণ উল্লেখ করা হয়নি৷ অথচ এক সপ্তাহ আগে রুশ দূতাবাস তাঁকে জানিয়েছিল যে, তাঁর ভিসা অনুমোদিত হয়েছে৷ এরপর হঠাৎ সোমবার দূতাবাসের এক কর্তৃপক্ষ তাঁকে জানান, নিরাপত্তার কারণে তাঁকে ভিসা দেয়া সম্ভব হচ্ছে না৷

ডেভিড আরো জানান, মস্কোতে তাঁর ব্যবহারিক সব জিনিস রয়েছে৷ তিনি সেখানে আরো কাজ করতে চান, কিন্তু সে সুযোগ হয়ত আর পাবেন না৷ উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে রাশিয়াতে সাংবাদিকতা করছেন ডেভিড৷ বিভিন্ন সংবাদভিত্তিক ওয়েবসাইটে মতামত, প্রতিবেদন এবং বিশ্লেষণ করে থাকেন তিনি৷ ইউক্রেনে বিক্ষোভ চলাকালীন সেখানে গিয়ে সংবাদ সংগ্রহও করছিলেন ডেভিড৷

ভ্রমণে সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র

এর আগে শুক্রবার রাশিয়াতে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে বলা হয়, গত কয়েক মাসে রাশিয়ায় বেশ কিছু সন্ত্রাসী হামলা হয়েছে৷ সাম্প্রতিক ৩০ ডিসেম্বরের আত্মঘাতী হামলার কথাও উল্লেখ করা হয় সেখানে৷ তাই সোচি অলিম্পিকে কেউ যেতে চাইলে নিরাপত্তার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে৷ এও বলা হয়েছে যে, এই সতর্কতার অর্থ এই নয় যে কেউ সোচি গেমস দেখতে রাশিয়া যেতে চাইলে নিষেধ করা হবে৷

Sven Kramer
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি চলবে সোচি অলিম্পিকছবি: Reuters

ভারতের অলিম্পিকে অংশগ্রহণে অনিশ্চয়তা

ভারতের দুই অ্যাথলিট সোচি অলিম্পিকে অংশ নিতে পারছেন না৷ তাঁদের পোশাক ও উপকরণ কিনতে যে অর্থ দেয়ার কথা ছিল, তা না পাওয়ায় অলিম্পিক থেকে তাঁদের প্রত্যাহার করা হতে পারে বলে মঙ্গলবার এএফপি-কে জানিয়েছেন ভারতের শীতকালীন ক্রীড়া প্রধান সুরেন্দ্র সিং৷ অলিম্পিকে অংশ নিতে ঐ অ্যাথলিটদের জন প্রতি ৭৫০০ পাউন্ড দেয়ার কথা সরকারের৷

সুরেন্দ্র সিং জানান, ‘উইন্টার গেমস ফাউন্ডেশন'-এর তহবিলে এত অর্থ নেই৷ তাই সরকারের কাছ থেকে সাহায্য পেতে এখনও অপেক্ষায় আছেন তারা৷ কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে এবং এ সব পোশাক ছাড়া অ্যাথলিটদের যথার্থ প্রশিক্ষণ দেয়াও সম্ভব হচ্ছে না বলে জানান সুরেন্দ্র সিং৷ ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক, চলবে দুই সপ্তাহব্যাপী৷

এপিবি/ডিজি (এএফপি/এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য