1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোদার্লিং’কে কাত করে সেমি-ফাইনালে ফেদারার

৯ সেপ্টেম্বর ২০১০

গত সোমবার থেকে শুরু হয়েছে এ বছরের শেষ গ্র্যান্ডস্লাম টেনিস টুর্মামেন্ট ’ইউএস ওপেন’৷ আর তাতে বেশ ভালোই ভেল্কি দেখাচ্ছেন ১৬টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ী রজার ফেদারার৷ ইতিমধ্যে সেমি-ফাইনালে নিজের আসন পাকা করে নিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/P7fD
সুইজারল্যান্ডের টেনিস স্টার রজার ফেদারারছবি: AP

বেশ অনায়াসেই সোদার্লিং'এর বিপক্ষে ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে খেলাটি হাতের মুঠোয় নিয়ে নেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সুইজারল্যান্ডের রজার ফেদারার৷ তাই কাঁদো কাঁদো মুখে বিদায় নিতে হয় সুইডেনের রবিন সোদার্লিং'কে৷ এদিকে, এ বছরের ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠে আসেন সার্বিয়ার নোভাক জকোভিচ'ও৷ এই মুহূর্তে বিশ্ব ব়্যাংকিং'এ তৃতীয় জকোভিচ ৭-৬ (৭-২), ৬-১ এবং ৬-২'এর ব্যবধানে পরাজিত করেন ফ্রান্সের গায়েল মনফিলস'কে৷

অন্যদিকে, মেয়েদের একক টেনিসে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-২ ও ৭-৫ গেমে, অর্থাৎ বেশ সহজেই কিস্তি মাৎ করেন স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভা'কে৷ আর রাশিয়ার ভেরা জভোনারেভা জিতে যান এস্তোনিয়ার কাইকা কানেপি'র বিপক্ষে৷ খেলার শেষ ফলাফল ছিল ৬-৩ এবং ৭-৫৷

উল্লেখ্য, ওজনিয়াকি ও জভোনারেভা'র মধ্যকার সেমি-ফাইনালের ম্যাচটি হবে শুক্রবার৷ আর ফেদারার মুখোমুখি হবেন জকোভিচ'এর, আগামী শনিবার৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়