1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনা ফস্কাল ভারতের, আজ ১৮ সোনার দিন

৫ অক্টোবর ২০১০

কমনওয়েলথে সোমবার ভারত কিছু পদক জিতেছে ঠিকই, কিন্তু ফস্কে গেছে সোনা৷ আর গেমস ভিলেজে ঘটছে নানান ঘটনা, অনেক টিকা টিপ্পনি৷ আজ মঙ্গলবার ১৮টি সোনার ফায়সালা হবে৷

https://p.dw.com/p/PVPZ
ছবি: AP

শুরুতেই কিছু ভারতকথা

নাইজিরিয়া আর মালয়েশিয়া৷ এই দুই দেশ মিলে ঊনিশতম কমনওয়েলথের আয়োজক ভারতের আশাকে দুরাশায় পরিণত করল সোমবার৷ ভারোত্তোলন বা ওজন তোলায় ভারতের দুটি সোনাই ফস্কে গেছে গতকাল৷ নাইজিরিয়ার ১৭ বছরের স্কুলছাত্রী অগাস্টিনা নাওয়াওকোলো মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলনে ভারতের সোনিয়া চানুকে দু নম্বরে নামিয়ে দেন৷ আর পুরুষদের ভারোত্তোলনে সোনা জিতে নেন মালয়েশিয়ার ত্রিশ বছর বয়সী, মাদকের জন্য দু'বছর খেলা থেকে বাদ পড়া আমিরুল হামিজান ইব্রাহিম৷ তবে ব্যাডমিন্টনে ভারতের মস্তবড়ো আশা সাইনা নেওয়াল সোমবার স্বচ্ছন্দে জিতেছেন৷ সাইনার ওপর প্রভূত ভরসা ভারতের৷ কারণ সোনা জেতার সবরকম সম্ভাবনাই রয়েছে এই তরুণীর৷ তিনি সোনা জিতলে মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় সোনাজয়ী হিসেবে রেকর্ড করবেন৷

গেমস নিয়ে হরেক টিকা টিপ্পনি

গেমস শুরু৷ মন্তব্যও চালু পুরোদমে৷ উদ্বোধনী অনুষ্ঠানের দারুণ প্রশংসা চারদিকে৷ সবাই অবাক, যাকে বলে৷ ওদিকে বার্বাডোজকে ৮১ বনাম ২০ গোলে হারিয়ে ইংল্যন্ডের নেটবল দলের কোচ ম্যাগি জ্যাকসন একটু রসিকতা করেছেন৷ এত বেশি গোল দেওয়াটা কী একটু বাড়াবাড়ি হয়ে যায় নি? জবাবে ম্যাগি, ‘আমার খেলোয়াড়রা বাড়াবাড়ি কিছু করেনি৷ খেলার সময় অমন একটু আধটু হয়৷' এদিকে, রাইফেল শ্যুটিং শুরু হওয়ার আগেই পদক জয়ের জন্য ছটফট করতে থাকা ভারতীয় শুটার ওমকার সিং বলেছেন, ‘আমি জাতে রাজপুত৷ আমার রক্তে বইছে গুলিগোলা৷ বন্দুক হাতে তুললে যে গর্বটা আমি অনুভব করি, সেটা ভাষায় প্রকাশ করতে পারা সম্ভব নয়৷' আর অস্ট্রেলিয়ার নেটবল দল ৭৬ বনাম ৫৮ গোলে জেতার পর ‘সিডনি মর্নিং হেরাল্ড' তাদের আজকের প্রধান শিরোনাম করেছে এরকম ‘অস্ট্রেলিয়া ৭৬ দর্শক ৫৮'৷ ঠিকঠাক শিরোনাম৷ কারণ মাঠে খুবই কম দর্শক ছিলেন, সত্যিই৷

আজ ১৮ সোনার ঝকঝকে মঙ্গলবার

আজ একেবারে সোনালি দিন৷ কমনওয়েলথে আজ সোনার ছড়াছড়ি৷ পুরুষ এবং মেয়েদের সাঁতারের মোট আটটা প্রতিযোগিতা আজই হয়ে যাবে৷ শুরু হয়ে যাবে শ্যুটিং, সাইক্লিং আর কুস্তি বা রেস্টলিং৷ তাছাড়া মেয়েদের দলগত জিমন্যাস্টিকের ফায়সালা আজই৷ ওদিকে আজই হয়ে যাবে কুস্তিতে পুরুষদের ৫৩ কেজিতে সোনার সিদ্ধান্ত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক