1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ২৫

২ মে ২০১০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি মসজিদের কাছে পরপর দু’টি বোমা বিস্ফোরণ ঘটেছে শনিবার৷ স্থানীয় সময় দুপুর দু’টোর দিকে নামাজ শেষ হওয়ার ঠিক পরেই এই বোমা হামলার ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/NCNt
ফাইল ছবিছবি: AP

শনিবারের বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ অবশ্য, প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা ৩০ থেকে ৩৯ জন বলে জানিয়েছে কয়েকটি বার্তা মাধ্যম৷ এতে ৭০ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছে৷ বোমা হামলার কেন্দ্রস্থল বাকারা বাজার সংলগ্ন আব্দাল্লা শিদায়া মসজিদ৷ বাকারা বাজার এলাকায় দেশটির প্রধান দুই চরমপন্থি গোষ্ঠী আল শাবাব এবং হিজবুল ইসলামের বেশ প্রভাব রয়েছে৷ তবে আব্দাল্লা শিদায়া মসজিদটি মূলত আল শাবাব গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণ করে থাকে৷

শনিবারের বোমা হামলায় হতাহতদের অধিকাংশই আল কায়েদার অঙ্গ সংগঠন বলে পরিচিত আল শাবাব গোষ্ঠীর নেতা-কর্মী৷ এছাড়া আল শাবাব গোষ্ঠীর ভাষ্য মতে, শনিবার তাদের অন্যতম শীর্ষ নেতা ফুয়াদ মোহাম্মদ খালাফ ওরফে ফুয়াদ শঙ্গলে ঐ মসজিদে নামাজ পড়ছিলেন এবং তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে৷ জানা গেছে, ফুয়াদ শঙ্গলের ডান বাহুতে আঘাত লেগেছে৷

আল শাবাব নেতা শেখ আলি মোহাম্মদ রাগে এই বোমা হামলার জন্য সরকারকেই দায়ী করেছেন৷ তিনি বলেন, ‘‘সোমালিয়ার তথাকথিত সরকারের ভাড়া করা গুন্ডা বাহিনীই এই হামলা চালিয়েছে৷ আমরা এই হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছি৷ এই ধরণের হামলার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে৷'' তবে দেশটির তথ্য মন্ত্রী দাহির মোহামুদ গেলে এই হামলার সাথে সরকারের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে রয়েছে এমন স্থানে বিদ্রোহীদের উপর সরকার হামলা চালাবে না৷

এই বোমা হামলার নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন৷ সোমালিয়ায় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা বুবাকার গাউসু দিয়ারা বলেন, ‘‘আজকের হামলার মতো সাধারণ মানুষের কাজ-কর্মের জায়গায় বেপরোয়া হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে আমি সোমালিয়ার সংঘাতে জড়িত সকল গোষ্ঠীকেই বেসামরিক মানুষের উপর এমন নারকীয় হামলা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি৷''

উল্লেখ্য, ১৯৯১ সালে তৎকালীন স্বৈরশাসকের পতনের পর থেকেই সোমালিয়ায় দ্বন্দ্ব-সংঘাত আর রক্তক্ষয়ী সহিংসতা বিরাজ করছে৷ গত ডিসেম্বরে রাজধানী মোগাদিশুর একটি হোটেলে ভয়াবহ বোমা হামলায় সরকারের কয়েকজন মন্ত্রীসহ ৫৭ জন নিহত হয়৷ এছাড়া সেখানে নিয়োজিত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতেও গত সপ্তাহে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল আল শাবাব বাহিনী৷ তবে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম