1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার বৈঠকে যাননি সৌদি বাদশাহ

১৪ মে ২০১৫

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে অংশ নেননি সৌদি বাদশাহ সালমান৷ তা সত্ত্বেও সৌদি আরবের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ওবামা৷ সৌদি রাজার সফর বাতিল নানা গুঞ্জন সৃষ্টি করেছে৷

https://p.dw.com/p/1FPji
USA Obama verurteilt Ausschreitungen in Baltimore
ছবি: picture alliance/landov

গত সপ্তাহান্তে হোয়াইট হাউস সফর বাতিল করেন সৌদি বাদশাহ সালামান৷ ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং উপ-ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁদের সফর বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন৷

বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সেই (প্রেসিডেন্ট) ফ্র্যাংকলিন রুসেভেল্টের সময়কাল থেকেই অসাধারণ বন্ধুত্ব এবং সুসম্পর্ক রয়েছে৷ বর্তমানের কঠিন সময়েও আমরা সেই সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা করছি৷''

তবে সৌদি রাজা হোয়াইট হাউস এবং কেম্প ডেভিডের গল্ফ নিরাপত্তা সামিটে না থাকলেও তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের প্রতিশ্রুতিতে প্রভাব ফলবে না বলেই আভাস দিয়েছে হোয়াইট হাউস৷ ওবামা জানিয়েছেন, তিনি সৌদি নেতাদের সঙ্গে ইয়েমেনে কিভাবে যুদ্ধ বিরতি নিশ্চিত করা যায় এবং অংশগ্রহণমূলক আইনসিদ্ধ সরকার প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন৷

তবে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে কিছু জানাননি তিনি৷ হোয়াইট হাউসের এক মুখপাত্র অবশ্য বলেছেন, নেতারা ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর ব্যাপক সমঝোতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন৷ বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সেটা আলোচনায় গুরুত্ব পেয়েছে৷

তিনি বলেন, তারা ইসলামিক স্টেটকে দমনে এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেন শান্তি ফেরানোর উপায় নিয়েও কথা বলেছেন৷

হোয়াইট হাউসের বিশিষ্ট রাজনীতিক জশ আরনেস্ট জানিয়েছেন, বাদশাহ সালমান গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গে বৈঠকের সময় ক্যাম্প ডেভিডে আলোচ্য কোনো বিষয় নিয়ে তাঁর উদ্বেগের কথা জানাননি৷ আর এটি নজিরবিহীন যে দু'জন গুরুত্বপূর্ণ সৌদি নেতা বৈঠকে অংশ নিচ্ছেন৷

উল্লেখ্য, গল্ফ নিরাপত্তা সামিটে অংশ নেয়া পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলির অন্য কোনো নেতার সঙ্গে প্রেসিডেন্ট ওবামার ব্যক্তিগত বৈঠকের কোনো পরিকল্পনা নেই৷ তবে তাঁরা প্রেসিডেন্টের সঙ্গে বুধবার রাতে এই সান্ধ্যভোজনে অংশ নিয়েছেন৷

এআই/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য