1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরশক্তি চালিত বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট

১৫ মে ২০১১

সোলার ইমপালস৷ সৌরশক্তির সাহায্যে চলা একটি বিমান৷ শুক্রবার বিমানটি প্রথমবারের মতো সূর্যের আলোর ওপর ভর করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে পৌঁছায়৷

https://p.dw.com/p/11GCc
Bildbeschreibung: Testflug 08. April 2011 Solar Impulse ist ein Projekt der Schweizer Bertrand Piccard und André Borschberg. Mit einem speziell dafür gebauten Solarflugzeug möchten sie 2012 eine Erdumrundung in mehreren Etappen schaffen.
সৌরশক্তি চালিত বিমান ‘সোলার ইমপালস’ছবি: Solar Impulse/Jean Revillard/Rezo.ch

সুইস এই বিমানটি সুইজারল্যান্ড থেকে ফ্রান্স ও লুক্সেমবুর্গের ওপর দিয়ে ব্রাসেলসে যায়৷ এসময় সেটি ভূমি থেকে ৩,৬০০ মিটার উপর দিয়ে চলে৷ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার৷

প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে সক্ষম হয়ে স্বভাবতই খুশি এই প্রকল্পের সঙ্গে জড়িতরা৷ এদের মধ্যে একজন বার্ট্রান্ড পিকার্ড৷ তিনি এই প্রকল্পের অন্যতম একজন প্রতিষ্ঠাতা৷ তাঁর আশা, এর ফলে রাজনীতিবিদরা সবুজ জ্বালানি ব্যবহারের বিষয়টি আরও বেশি করে ভাববেন৷ পিকার্ড বলেন, এটা খুবই আশ্চর্যজনক যে, সারা বিশ্বের মানুষ মাত্র এক ঘণ্টায় এক বিলিয়ন টন তেল ব্যবহার করছে৷ এভাবে চলতে থাকলে একদিন সমস্ত জ্বালানি ফুরিয়ে যাবে৷

তাঁদের উদ্ভাবিত এই ধরণের বিমান এক সময় বর্তমানে তেল চালিত বিমানের স্থান নেবে, এই আশা সোলার ইমপালস প্রকল্পের লোকজনের৷ তবে সেলক্ষ্যে আরও অনেক দূর যেতে হবে, সেটাও জানেন তারা৷ তাই আগামী বছরগুলোতে এই বিমান দিয়ে আটলান্টিক পাড়ি, এমনকি বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছেন তারা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই