1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদ্রিদের সামনে ডর্টমুন্ড

২ এপ্রিল ২০১৪

কমার মধ্যে থাকা শব্দ দুটোই উচ্চারণ করেছেন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লোপ৷ বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রেয়াল মাদ্রিদের সঙ্গে ডর্টমুন্ডের ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে এই শব্দদ্বয় চয়ন করেন তিনি৷

https://p.dw.com/p/1BZbw
Champions League Achtelfinale Borussia Dortmund Schachtar Donezk
ছবি: Reuters

গত মরসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটো দল৷ প্রথম লেগে ৪-১ গোলের বিশাল ব্যবধানে রেয়ালকে হারিয়েছিল ডর্টমুন্ড৷ তাই দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরেও ফাইনালে চলে গিয়েছিল জার্মান এই ক্লাবটি৷

তারপরও রেয়ালকে এবার ক্লোপের ‘স্কাই-হাই' ফেভারিট বলার কারণ, নিষেধাজ্ঞার কারণে বুধবার ডর্টমুন্ড দলে থাকতে পারছেন না লেভান্ডভস্কি৷ অথচ গতবার রেয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ের চারটি গোলই করেছিলেন পোল্যান্ডের এই ফুটবলার৷ এছাড়া চলতি মরসুমের প্রায় পুরোটা সময় ডর্টমুন্ডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ইনজুরিতে কাটাতে হচ্ছে৷ বুধবারও তাঁদের কয়েকজনকে ছাড়াই মাঠে নামতে হবে ডর্টমুন্ডকে৷

জার্মান ক্লাবটির যখন এই হযবরল অবস্থা তখন স্পেনের রেয়াল মাদ্রিদ রয়েছে দারুণ ফর্মে৷ যদিও শেষ তিন ম্যাচের দুটোতে হেরেছে ক্লাবটি তারপরও রোনাল্ডো, গ্যারেথ বেল আর করিম বেনজেমার দলটির সামর্থ্য নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই৷ ডর্টমুন্ডের কোচ ক্লোপের মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সে কথাটাই৷

বাংলাদেশ সময় বুধবার দিন গড়িয়ে রাত পৌনে একটায় মাদ্রিদে খেলাটি হবে৷

চেলসি বনাম পিএসজি

বুধবার স্পেনের রাজধানীতে যখন রেয়াল আর ডর্টমুন্ড লড়বে তখন ফ্রান্সের রাজধানী প্যারিসে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি৷ এই ম্যাচ জিতে ইউরোপীয় ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় পিএসজি৷ ২০১১ সালে কাতার ইনভেস্টমেন্ট কোম্পানি পিএসজির বেশিরভাগ শেয়ার কিনে নেয়ার পর দলটির চেহারা পাল্টাতে শুরু করে৷ প্রচুর অর্থ খরচ করার কারণে ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়রা পিএসজিতে নাম লেখান৷ এর ফল হিসেবে গত বছর দলটি ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন হয়৷ এবারও এখন পর্যন্ত দ্বিতীয় দলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে৷ তবে শুধু স্থানীয় লিগ নয় ইউরোপের সেরা হতে চায় তারা৷ সেজন্য চেলসির বিরুদ্ধে ম্যাচটি জিততে চায় পিএসজি৷

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ারের শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে আসায় চেলসির লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ৷ তাই জোসে মুরিনিয়োর দলটিও যে পিএসজিকে সহজে ছাড় দেবেনা তা তো বোঝাই যায়৷

এতে অবশ্য লাভ বিশ্বজুড়ে থাকা ফুটবল ভক্তদেরই৷ কারণ তাঁরা এক জমজমাট ম্যাচ দেখতে পাবেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য