1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল, কলেজ বন্ধ করে দিয়েও যানজটের উন্নতি হয়নি

১৭ আগস্ট ২০১০

যানজট কমাতে সরকার স্কুল, কলেজ বন্ধ করে দিলেও পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছেনা৷ সরকারের সিদ্ধান্তের পর গতকাল প্রথম কার্যদিবসেও জনসাধারণকে ব্যাপক যানজটের মুখোমুখি হতে হয়েছে৷

https://p.dw.com/p/Op2g
ছবি: picture-alliance/ dpa

মঙ্গলবারের পত্রিকাগুলোতে এই বিষয়টিই উঠে এসেছে৷ ইত্তেফাক আর যুগান্তর তাদের প্রধান প্রতিবেদন করেছে এই বিষয়টিকেই৷ যুগান্তর অবশ্য যানজটের সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতির বিষয়টিও উল্লেখ করেছে প্রতিবেদনে৷ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতেও সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল৷ এর ফলে সারা দেশের সিএনজি স্টেশনগুলো সোমবার ছয় ঘন্টা বন্ধ ছিল৷ সরকারের সিদ্ধানেতর কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হবে স্টেশনগুলো৷ এতে করে যে গ্যাস সাশ্রয় হবে সেটা দিয়ে আরও বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে৷ কিন্তু যুগান্তর বলছে, সরকারের এই সিদ্ধান্তটাও কার্যকর হয়নি৷ কারণ পরিস্থিতির কোন উন্নতি হয়নি৷ বরং এর ফলে যেটা হয়েছে যে, গ্যাসের অভাবে সিএনজি চলাচল করতে না পারায় যানবাহনের সংখ্যা কমে যায়৷ এই সুযোগে সিএনজি চালকরা ভাড়া দুই-তিনগুন বাড়িয়ে দিয়েছিল৷

ইব্রাহিম হত্যাকান্ড

দৈনিক সমকালের আজকের প্রধান প্রতিবেদন এটি৷ শিরোনাম ‘‘ইব্রাহিম ‘মৃত্যু' রহস্য ঘনীভূত''৷ সমকাল বলছে, শুক্রবার এই হত্যাকান্ডটি ঘটার পর ঘটনার তদন্তে এখন নাকি মনে হচ্ছে এটি ‘পরিকল্পিত'৷ এছাড়া হত্যাকান্ডের সঙ্গে সরকারি দলের সাংসদ, যিনি কিছুদিন আগে বিএনপি'র মেজর হাফিজকে উপ-নির্বাচনে হারিয়ে সংসদ সদস্য হয়েছেন, সেই নূরুন্নবী চৌধুরী শাওনের কোনো ভূমিকা আছে কিনা তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে৷ এই হত্যাকান্ডের পর একটি অপমৃত্যু মামলা করা হয়েছে৷ সরকারি দলের এক প্রভাবশালী নেতা এই অপমৃত্যু মামলা নেয়ার জন্য পুলিশের ওপর চাপ দিয়েছিলেন৷ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে এমনটাই বলেছেন৷ এছাড়া পরিস্থিতি ধামাচাপ দিতে ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলামকে নাকি অর্থের লোভ দেখানো হচ্ছে৷ এমনকি সিটি করপোরেশন নির্বাচনে তাঁকে কমিশনার বানানোরও প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা৷ এদিকে দৈনিক যুগান্তরে ইব্রাহিমের স্ত্রীর একটি বক্তব্য ছাপা হয়েছে৷ সেখানে তিনি বলেছেন, সাংসদ শাওনের ন্যাম ফ্লাটেই নাকি খুন করা হয়েছে ইব্রাহিমকে৷ পুলিশের এক সূত্র নাকি এমনটাই বলেছে ইব্রাহীমের স্ত্রীকে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম