1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল ছাত্রী জুই কি আত্মহত্যা করেছে, নাকি হত্যা?

৭ মে ২০১০

বিরোধী নেত্রীর বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ চলছে এসআই নিয়োগ নিয়ে তদবির৷ রয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনালের এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর৷

https://p.dw.com/p/NGg8
সাম্প্রতিক সময়ে তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে (প্রতীকী ছবি)ছবি: BilderBox

কালো টাকা সাদা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে প্রায় সব পত্রিকা৷ দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘খালেদা-তারেকের কালো টাকা সাদা করার জবাব চাই'৷ প্রধানমন্ত্রীর দাবি, বর্তমান বিরোধী দলীয় নেত্রী এবং তাঁর সন্তান বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন৷ তাই শেখ হাসিনার প্রশ্ন, দুর্নীতি না করে এত টাকা তাঁরা কোথায় পেলেন?

তদবির

দৈনিক প্রথম আলো শুক্রবারও মূল প্রতিবেদন করেছে পুলিশ নিয়ে৷ শিরোনাম, ‘পুলিশে এসআই নিয়োগে রাজনৈতিক তদবির'৷ পত্রিকাটির দাবি, বর্তমানে পুলিশ বাহিনীতে এক হাজার উপ-পরিদর্শক নিয়োগের কাজ চলছে৷ ইতিমধ্যে সেখানে ৩০০ জনের নিয়োগের জন্য তদবির বা সুপারিশ শুরু করেছেন ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা৷ এখন সরকার তদবির নাকি যোগ্যতার বিবেচনায় সব নিয়োগ চূড়ান্ত করবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷

স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে মহাখালীর একটি বাড়ি থেকে সুমাইয়া ইসলাম জুই-এর মৃতদেহ উদ্ধার করা হয়৷ জুইয়ের মা নাকি তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করছিলেন৷ এবং সম্পত্তি নিয়ে মা এবং সৎ বাবার সঙ্গে সমস্যা চলছিল তার৷ তাই জুই কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে - তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে৷

সিলেটে সংঘর্ষ

সিলেটে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘বিএনপি কর্মীদের সংঘর্ষে সিলেট রণক্ষেত্র'৷ এই সংঘর্ষের কয়েকটি ছবিও প্রকাশ করেছে শীর্ষ দৈনিকগুলো৷ সেখানে আগ্নেয়াস্ত্র হাতে দুইপক্ষের অবস্থান দেখা গেছে৷ এদিকে, দৈনিক প্রথম আলো দাবি করেছে, বৃহস্পতিবারের ঐ সংঘর্ষের জের ধরে চোরাগোপ্তা হামলায় নাকি এক ব্যক্তি নিহত হয়েছেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম