1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনে ট্রাক ‘হামলা'

৭ এপ্রিল ২০১৭

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্ট স্টোরে একটি ট্রাক অতর্কিতে ঢুকে পড়ায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে৷ সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, এটি সন্ত্রাসী হামলা হতে পারে৷

https://p.dw.com/p/2atOY
Schweden Stockholm LKW fährt in Menschenmenge
ছবি: Reuters/TT News Agency/A. Schyman

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান ল্যভেন বলেন, ‘‘সব কিছু একটি সন্ত্রাসী আক্রমণের দিকে নির্দেশ করছে৷'' পুলিশ এ ঘটনায় একাধিক ব্যক্তির প্রাণ হারানোর কথা বললেও, এখনো বিস্তারিত জানায়নি৷

সংবাদ সংস্থা ডিপিএ ডিপার্টমেন্ট স্টোরে ধাক্কা মারার পর ট্রাকটিতে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-র খবর অনুযায়ী, পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে৷ তাদের এ খবরের সূত্র সুইডিশ রেডিও৷

সংবাদ সংস্থা এপি ড্রটনিংগাটান স্ট্রিটের অভিজাত আহলেন্স ডিপার্টমেন্ট স্টোরে ট্রাকের ধাক্কা লাগার কথা বলেছে৷ বিপণীটি থেকে নাকি ধোঁয়া বেরচ্ছিল৷

এর আগে রয়টার্স অন্তত দু'জন নিহত হওয়ার খবর দেয়৷ ড্রটনিংগাটান স্ট্রিটে কাপড়ের ঢাকা একাধিক মানুষের শরীর পড়ে থাকতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি তা বলেছেন৷

বার্তা সংস্থা এএফপিও জানিয়েছে, ঘটনার পর অকুস্থল থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং কিছুক্ষণ পরই আকাশে হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে৷

এসি/এসিবি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান