1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টিভ ওয়ান্ডারকে ‘কমান্ডার' সম্মান দিল ফ্রান্স

৭ মার্চ ২০১০

ফ্রান্সের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান ‘কমান্ডার' পুরস্কারে ভূষিত হলেন বিশ্বখ্যাত দৃষ্টিহীন মোটাউন গায়ক স্টিভ ওয়ান্ডার৷ একইদিনে তাঁকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট' সম্মানে ভূষিত করা হল, একই মঞ্চে৷ স্টিভ আপ্লুত, তৃপ্ত৷

https://p.dw.com/p/MMA0
মঞ্চে স্টিভ ওয়ান্ডারছবি: AP

তিনি জন্মান্ধ শিল্পী৷ মাত্র এগারো বছর বয়সে তাঁর সঙ্গীতের সঙ্গে বিশ্বের পরিচয় ঘটেছিল৷ পরিচয় ঘটেছিল তাঁর প্রতিভার সঙ্গে৷ একাধারে গায়ক, সঙ্গীত রচয়িতা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে সিদ্ধহস্ত স্টিভ ওয়ান্ডারকে দেশের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান ‘কমান্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লেটার্স' বা সংক্ষেপে ‘কমান্ডার' সম্মানে ভূষিত করল ফ্রান্স, শনিবার৷ স্টিভের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার সময় ফরাসি সংস্কৃতিমন্ত্রী ফ্রেদেরিক মিতেরঁ বললেন, সঙ্গীতজগতের পরিচিত জিনিয়াস স্টিভের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে গর্বিত ফ্রান্স৷ মিতেরঁ আরও বললেন, ‘একজন ফরাসি নাগরিক, প্রশাসক এবং ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই, স্টিভ আপনাকে আমরা সবাই গভীরভাবে ভালোবাসি৷'

বস্তুত ফরাসি ‘কমান্ডার' সম্মানের জন্য বিশ্বখ্যাত জন্মান্ধ গায়ক স্টিভ ওয়ান্ডারের নাম বিবেচিত হয়েছিল বহু আগে৷ সেই ১৯৮১ সালে৷ কিন্তু সে সময় কিছু বিতর্কের কারণে শেষ পর্যন্ত এই সম্মান দেওয়া হয় নি তাঁকে৷ তারপর দীর্ঘ প্রায় ত্রিশ বছর পর স্টিভ ওয়ান্ডারের প্রতিভাকে সম্মান জানাল ফ্রান্স৷

- Michael Jackson Trauerfeier Flash-Galerie
মাইকেল জ্যাকসনের স্মরণসভায় গান গাইছেন স্টিভ ওয়ান্ডার (ফাইল ছবি)ছবি: AP

পুরস্কার নিতে মঞ্চে উঠে স্টিভ বলেন, তিনি আপ্লুত বোধ করছেন৷ এই সম্মান তিনি তাঁর প্রয়াত মায়ের নামে উত্সর্গ করেন৷ বলেন, ‘এই সম্মান আমি আরও উত্সর্গ করছি সেইসব মানুষকে, যাঁদের জন্য আজ এই জায়গায় আমি পৌঁছতে পেরেছি৷' একই মঞ্চে স্টিভের হাতে শনিবার তুলে দেওয়া হয় ফরাসি সঙ্গীত পুরস্কার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট৷' স্টিভ বলেন, ‘একইসঙ্গে একইদিনে এতসব কিছু আমার কাছে অবিশ্বাস্য লাগছে৷ আনন্দে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার৷'

ফ্রান্সের অভ্যন্তরে তো বটেই, বিশ্বজুড়ে সাংস্কৃতিক জগতে অসামান্য অবদানের জন্য ফ্রান্স এই ‘কমান্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লেটার্স' পুরস্কার চালু করেছিল গত শতকের পাঁচের দশকে৷ এ পর্যন্ত বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই পুরস্কারে ভূষিত হয়েছেন৷ তাঁদের মধ্যে উল্লেখ্য, জেমস বন্ডের ভূমিকাভিনেতা রজার মুর, অভিনেতা ডেনিস হুপার এবং পাঙ্ক সঙ্গীতের জনপ্রিয় তারকা প্যাটি স্মিথ৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই