1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রী হাসিনার দাবি ‘পুলিশ নিয়ে গেছে', অন্যরা বলছেন ‘অপহৃত'

১২ মার্চ ২০১৫

সালাহ উদ্দিন আহমেদকে ঘিরে জন্ম নিয়েছে নতুন রহস্য৷ কয়েকদিন ধরে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিচ্ছিলেন, ঘোষণা করছিলেন কর্মসূচি৷ আর সেখান থেকেই তাঁকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ৷ পুলিশ দায়িত্ব স্বীকার না করায় রহস্য ঘনীভূত হচ্ছে৷

https://p.dw.com/p/1EpBU
Bangladesch Politische Gewalt Polizisten in Dhaka
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ৷ পুলিশ দাবি করছে, সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে তারা কিছু জানে না৷ পুলিশের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁর স্বামীর সন্ধান চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন হাসিনা আহমেদ

সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ' হয়ে যাওয়ার খবর টুইট করেছেন অনেকেই৷ তাঁদের কেউ কেউ বিএনপির মুখপাত্রকে ‘সরকার অপহরণ করেছে' বলেও অভিযোগ করছেন৷

কয়েকদিন আগে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্নাকে নিয়েও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছিল উৎকণ্ঠা৷ সংবাদমাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তাঁর টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশিত হওয়ার পর হঠাৎ ‘নিখোঁজ' হয়ে যান মান্না৷ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মাহমুদুর রহমান মান্নাকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিয়ে কয়েকজন ধরে নিয়ে গেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ জানায়, মান্নাকে তাঁরা আটক করেনি৷ পরে র্যাব তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে৷ মাহমুদুর রহমান মান্না এখন রিমান্ডে৷ টুইটারে তাঁকে নিয়েও লেখালেখি হচ্ছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য