1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থগিত হচ্ছে ছাত্রলীগের কর্মকান্ড

১০ মে ২০১০

ছাত্রলীগের কার্যক্রম স্থগিত হতে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের কর্মী গ্রেফতার সহ বেশ কিছু খবর আজ পত্রিকাগুলোর প্রধান শিরোনাম৷ এছাড়া এটিএন বাংলার ক্যামেরাম্যান খুন হওয়ার খবরও গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/NJzN
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিলছবি: AP

ভেঙ্গে দেওয়া হবে ছাত্রলীগের কমিটি

আজ পত্রিকাগুলো ভিন্ন ভিন্ন খবরকে তাদের প্রধান শিরোনাম করেছে৷ তার মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে এই সংক্রান্ত একটি খবর৷ দৈনিক যুগান্তর এই খবরটিকে তাদের প্রধান শিরোনাম করেছে৷ আওয়ামী লীগের একাধিক সূত্রে এই খবরটির কথা জানিয়েছে যুগান্তর৷ একই খবরটিকে বেশ গুরুত্ব দিয়েছে কালের কন্ঠ৷ প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ড সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত এর কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হচ্ছে৷ ছাত্রলীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিয়ে আগামী মাসেই নতুন কমিটি গঠন করা হচ্ছে৷

ঢাবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মী গ্রেফতার

দৈনিক ইত্তেফাক এই খবরটিকে তাদের প্রধান শিরোনাম করেছে, এতে বলা হয়েছে যে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে চারজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের প্রচারপত্র বিলি করছিল৷ গতকাল তাদের দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ, এমন খবর জানিয়েছে ইত্তেফাক৷

বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান খুন

প্রায় সবগুলো সংবাদ মাধ্যমই এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠুর খুনের ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে৷ কালের কন্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, তুরাগ এলাকার রুস্তমপুর বেড়িবাঁধের রাস্তার পাশে রোববার তাঁর লাশ পাওয়া যায়৷ পুলিশের সন্দেহ, মিঠুকে শ্বাসরোধ করে হত্যার পর খুনিরা ওইখানে তাঁর লাশ ফেলে যায়৷

হেলাল সস্ত্রীক কারাগারে, তারপর হাসপাতালে

হ্যা, দুর্নীতির দায়ে বিশেষ আদালতে দণ্ডপ্রাপ্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালকে তাঁর স্ত্রী সহ কারাগারে পাঠানো হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে৷ বার্তা সংস্থা বিডিনিউজ এর প্রতিবেদনে বলা হয়, রোববার আদালতে আত্মসমর্পণের পর কারাগার থেকে চিকিৎসার জন্য তাঁদের দুইজনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তাঁদের দুইজনকেই কারাদন্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিডিনিউজ৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়