1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থূলকায় ঋত্বিক !

৪ মে ২০১০

অভিনয়ের জন্য কি না করতে হয় তারকাদের৷ ছবির চরিত্রের সাথে নিজেকে বদলাতে হয় তাদের ক্ষণেক্ষণে, শিখতে হয় বহু কিছু৷

https://p.dw.com/p/NCyz
বলিউড অভিনেতা ঋত্বিক রোশনছবি: UNI

‘যোধা-আকবর' ছবিতে যোধার চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া রাই বচ্চনকে শিখতে হয়েছে তলোয়ার খেলা, ‘ব্লু' ছবিতে অভিনয়ের জন্য লারা দত্তকে শিখতে হয়েছে সাঁতার, ‘তাসান' ছবিতে মেদ ঝরিয়ে ফেলতে হয়েছিল কারিনাকে৷

ছবির চরিত্রের সাথে খাপ খাওয়াবার জন্য করতে হয় নানান কিছু৷ আর সে কারণেই বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমী এবং ঋত্বিক রোশনকে বাড়তি মেদ যোগ করতে হয়েছে৷

Bollywood Schauspielerin Ashwarya Rai bei der Pemiere von Jodha Akbar
ঐশ্বরিয়া রাই বচ্চন’এর সঙ্গে ঋত্বিক রোশনছবি: AP

সঞ্জয় লীলা বানসালীর নতুন ছবি ‘গুজারিশ' এ অভিনয় করবেন এই দুই তারকা৷ আর এই ছবির চরিত্রের সাথে মানিয়ে নিতে এত দিনের সাধনার ফসলে পানি ঢালতে হল তাঁদের৷ ২৫ বছর আগে ১৯৮৩ সালে শাবানা আজমিকে শ্যাম বেনেগালের ছবির জন্য ওজন বাড়াতে হয়েছিল একবার৷ কিন্তু, এখন সময়ের সাথে সাথে বেড়েছে বয়স, আর সাথে সাথে বেড়েছে স্বাস্থ্যের ওপর ঝুঁকিও৷ আর ছবির চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে তার মাশুল গুনতে হচ্ছে এখন তাঁকে৷ এই বয়সে অতিরিক্ত ওজন বাড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়ে হুইল চেয়ারের আশ্রায় নিতে হয়েছে তাঁকে চলাফেরা করার জন্য৷

বানসালীর ‘গুজারিশ' ছবিতে শাবানা অভিনয় করবেন এক পাঞ্জাবি নারীর চরিত্রে৷ আর বলিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন অভিনেতা ঋত্বিক রোশনেরও একই হাল৷ এই ছবির জন্য ৩২ ইঞ্চি চওড়া কাঁধ করতে হয়েছে তাঁকে ৩৬ ইঞ্চি৷ বাবা রাকেশ রোশন যেখানে ওজন ঝরিয়ে তরুণ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন সেখানে অভিনয়ের খাতিরে ছেলের এই স্থূলকায় দশা৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক